শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ০৩:৩৯ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি হামলার বিষয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কা ভিত্তিহীন : আইজিপি

রাজশাহী প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গি হামলার বিষয়ে সম্প্রতি অস্ট্রেলিয়া যে আশঙ্কা ব্যক্ত করেছে, তার কোনো ভিত্তি নেই। স্থানীয় অস্ট্রেলিয়া দূতাবাসও বিষয়টি জানে না।’
বুধবার রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা জানান আইজিপি শহীদুল হক।
আইজিপি শহীদুল হক বলেন, ‘ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা এটা জানে না। তারা জানায়, এটা তাদের দেশ থেকে করা হয়েছে।
কিসের ভিত্তিতে করেছে তাও জানি না। তারা জানিয়েছে, নিজেদের দেশের নাগরিকদের অ্যালার্ট করে দেওয়াটা তাদের রুটিন কাজ। এটা তারা মাঝে মাঝে করে। সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা করেনি। বাংলাদেশে এরকম কোনো থ্রেট নেই।’
শহীদুল হক বলেন, ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলনে অংশ নেওয়া পাঁচশত বিদেশি নাগরিক স্বাভাবিকভাবে সব জায়গায় ঘুরে বেড়িয়েছে। তাঁদের তো কোনো সমস্যা হয়নি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক বলেন, ‘বিএনপির মিছিল সমাবেশ করতে কোনো বাধা নেই।’
এ সময় রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশিদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়