ওমর শাহ : আমাদের অনেকে ভিন্ন ভিন্ন শব্দের মাধ্যমে বিয়েতে ইজাব কবুল করে থাকেন। কেউ সরারসরি ‘কবুল’ বলে থাকেন, কেউ বলেন কবিলতু, কেউ বলেন ‘আলহামদুলিল্লাহ’ । কবুল এর স্থলে যদি কেউ আলহামদুলিল্লাহ বলেন তাহলে কী বিয়ে শুদ্ধ হবে? অনেকের মনেই এমন প্রশ্ন জাগে।
বিশুদ্ধ মতে, ‘কবুল’ বলেন আর ‘কবিলতু’ বলেন আর ‘আলহামদুলিল্লাহ’ বলেন সব শব্দের মাধ্যমেই বিয়ে শুদ্ধ হয়ে যাবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। তবে স্পষ্টভাবে কবুল বলাই সমীচীন। [ সূত্র : আহসানুল ফাতাওয়া-৫/৩৬-৩৮]