শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর চকবাজার চাঁদনীঘাট ইসলামবাগে ময়লা ফেলার ডিপোর উপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে মো. সোহান মিয়া (২৫) নামের এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ল্ডের পরিচ্ছন্ন কর্মী ছিলেন। ‌রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে।

[৩] গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বিকেলে ৫টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

[৪] ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী নয়ন মিয়া বলেন, ৩২ নম্বর ওয়ার্ডে চাঁদনী ঘাট বাজারে ডিপোতে ট্রাক থেকে ময়লা নামানোর সময় সেখানে ডিপো উপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে গুরুতর আহত হয় সোহান। পরে সেখান থেকে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চক বাজার থানায় অবগত করা হয়েছে।

[৬] মৃত সোহান রংপুর গংগাচড়া উপজেলার বড়াইবাড়ি হাজীপাড়া গ্রামের পরিচ্ছন্ন কর্মী মো. দুলুমিয়ার ছেলে।

[৭] তিনি কামরাঙ্গীরচর রসুলবাগ এলাকায় পরিবারের সাথে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়