শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৪

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

[৩] শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাটে এ দুর্ঘটনা ঘটে।

[৪] ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আবু নোমান বিষয়টি জানান।

[৫] নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমাল শেখের স্ত্রী রানু বেগম (৬০) ও একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত শেখ (৬৫)। আহতরা হলেন- একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা (৪৫) খুকি বেগম (৪৭)। 

[৬] মো. আবু নোমান জানান, চালক ইজিবাইকে করে ৫ যাত্রী নিয়ে কাশিয়ানী থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রানু বেগম নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হায়াত আলী শেখকে মৃত ঘোষণা করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

[৭] দুর্ঘটনা পর বাসটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে স্থানীয় জনতা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভায়। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা সহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শাতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়