মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] ট্রাক চাপায় ইউসুফ আলী (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে। ইউসুফ নিজেও পেশায় ট্রাক চালক ছিলেন।
[৩] বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
[৪] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহাম্মদ ও স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজদি মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল সংলগ্ন ওজন স্কেলের কাছে একটি খালি ট্রাক মোটরসাইকেল চালক ইউসুফকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
[৫] তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/একে