শিরোনাম
◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও) ◈ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থানরত বাংলাদে‌শিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা ◈ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারে ১৬০ জেট কিনবে কাতার! ◈ আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলাে ◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ বাংলাদেশে নারী নির্যাতন : কক্সবাজার টু মুন্সিগঞ্জ ◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয়

প্রকাশিত : ১৭ জুন, ২০২৩, ০২:০৬ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৩, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু

তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ: জেলার দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মুত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে দিরাই উপজেলার আতনী বিল এলাকায় এবং বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মালেক (৪৫), সেলিম মিয়া (২৭) ও জয়নাল মিয়া (৩৫)।

নিহত আব্দুল মালেক পেশায় সিএনজি চালিত অটোরিক্সা চালক। তিনি দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। 

সেলিম মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে ও জয়নাল মিয়া একই উপজেলার মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে। তারা দুজন পেশায় বালু শ্রমিক। 

দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, আজ ভোরে জেলার দিরাই উপজেলার আতনী বিল এলাকায় মাছ ধরতে যান সিএনজি চালক আব্দুল মালেক। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 

এদিকে, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী তপন জানান, বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় বারকি নৌকায় সেলিম মিয়া ও জয়নাল মিয়া বালু উত্তোলনে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই মারা যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়