শিরোনাম
◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ১১:১৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে কাশীপুর ইউনিয়নের সরদারবাড়ি এলাকায় সেলিনা বেগমের বাড়িতে এ ঘটনাটি ঘটে।   

দগ্ধরা হলেন- রিকশা চালক সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টস কর্মী বুলবুলি বেগম (৪৫), ছেলে মো. টুটুল (২৫), মেয়ে সনিয়া আক্তার (২২) ও নাতনী মোহেজাবিন (৭)। 

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে আসা রিকশা চালক সালাম মন্ডলের শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রী গার্মেন্টস কর্মী  বুলবুলি বেগমের ২৫ শতাংশ দগ্ধ, ছেলে মো. টুটুলের ৬০ শতাংশ, মেয়ে সনিয়া আক্তারের ৪২ শতাংশ ও নাতনী শিশু মোহেজাবিনে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। 

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সোহাগ জানান, সকালের দিকে হঠাৎ বিকট শব্দ ও আগুন আগুন বলে চিৎকার শুনতে পান আশেপাশের লোকজন। তারা দৌড়ে গিয়ে দেখেন ওই বাসার সবার শরীরে আগুন। পরে আগুন নিভিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন জানান,  একইঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচজন সদস্য। রাতে চার্জারফ্যান বৈদ্যুতিক সংযোগের সাথে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। এ থেকে ধারণা করা হচ্ছে অতিরিক্ত বিদ্যুতের চাপে চার্জার ফ্যানে বিষ্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়