মাসুদ আলম: রাজধানীর তেজগাঁওয়ে একটি ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪২)। দেলোয়ার একটি সরকারি অফিসের অফিস সহায়ক ছিলেন।
বুধবার সকাল সাতটায় তেজগাঁওয়ের এলেনবাড়ি গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছে পার্কিং করা গাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, সকালে তেজগাঁও থানায় ফোন করে জানানো হয়, একটি ব্যক্তিগত গাড়ির ভেতরে দুটি মরদেহ রয়েছে। এই তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ব্যক্তিগত গাড়ির ভেতর দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। সেগুলোয় আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
জানা গেছে, দেলোয়ারের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। মৌসুমী আক্তার রানীর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তারা দুইজনই বিবস্ত্র ছিলেন। গাড়ির ভেতরে একাধিক মদের বোতল পাওয়া গেছে। বোতলে সাদা রঙের তরল পদার্থ দেখা গেছে।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহমুদ খান বলেন, গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছের একটি পুকুরপাড়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৪-০৭২৫) দেখতে পান লোকজন। গাড়িটির ইঞ্জিন চালু ছিল।
লোকজন কাপড়টি সরিয়ে গাড়ির পেছনের আসনে এক পুরুষ ও এক নারীর মরদেহ দেখতে পান। শোরগোল শুনে কাছের কোয়ার্টার থেকে দেলোয়ারের স্ত্রী ও ভাই ঘটনাস্থলে আসেন। দেলোয়ারের ভাই মিন্টু মরদেহসহ গাড়িটি চালিয়ে রাস্তায় নিয়ে যান। পরে তিনি থানায় ফোন করেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এমএ/এসএইচবি/এএ