শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বাসের চাপায় ভ্যান চালক নিহত

আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় বাসের চাপায় জালাল শেখ (৫০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল শেখ মহানগরের বোয়ালিয়া থানা এলাকার বাসাররোড় এলাকার শফি শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ওই ভ্যান চালক রাজশাহী শহর থেকে বানেশ্বর বাজারের দিকে আসছিল। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ওই ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে। এ সময় সড়কে বাস ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী বাস অপর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালকের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়