মোস্তাফিজুর রহমান: রাজধানীর পল্টন থানাধীন জিরো পয়েন্ট জিপিও এর সামনে সড়কে বাসের ধাক্কায় পথচারী আ. জব্বার শরীর (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি জানিয়েছে পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক এ এসআই খন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জি পি রাজধানীর পল্টন থানাধীন ষ জিপিও মোড়ে বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মৃত্যু।
তিনি আরো বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে মতিঝিল গামী ওয়েলকাম পরিবহনের বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সোয়া সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দের চেষ্টা চলছে। তার সঙ্গে থাকা মুঠো ফোনের মাধ্যমে পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।
মুঠোফোনে নিহতের মেয়ে হামিদা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার বাবা পূর্বের রংমিস্ত্রির কাজ করতেন। বর্তমানে শারীরিক অনেকটা অসুস্থ । কাকরাইলে তার পরিচিত লোকজন রয়েছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে দুপুরে নারায়ণগঞ্জের ভারা বাসা থেকে বের হয়।
মৃত জব্বার পটুয়াখালী সদর মাদার বুনিয়া গ্রামের মৃত সফেজ শরীফের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল মুক্কি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। ৫ মেয়ে ১ ছেলের জনক ছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :