শিরোনাম
◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল ◈ প্রতিবেশী সবার সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়াই সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা ◈ আফটারশক কতটা বিপজ্জনক? কারণ, সময় ও সতর্কতা এক নজরে ◈ ৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যামপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ইয়াস উদ্দিন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় আলোর মেলা নামক স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে।

শ্যামপুর থানার পুলিশ ও পথচারীরা তাকে উদ্ধার করে ৬টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর শিকদার। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গ্রীন লাইন পরিবহনের বাসটি কে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

উদ্ধারকারী পথচারী সজল জানান, ধোলাই পাড় এলাকায় রাস্তা পারাপারের সময়ে যাত্রাবাড়ী মুখি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা মোঃ নাসির উদ্দিন জানান, আমরা সংবাদ শুনে হাসপাতালে এসে মরদেহ দেখতে পাই। বরিশাল জেলার মেহিন্দিগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জহির উদ্দিন এর ছেলে ইয়াস। বর্তমানে জুরাইনের মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোডে পরিবারের সাথে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়