শিরোনাম
◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যামপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ইয়াস উদ্দিন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় আলোর মেলা নামক স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে।

শ্যামপুর থানার পুলিশ ও পথচারীরা তাকে উদ্ধার করে ৬টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর শিকদার। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গ্রীন লাইন পরিবহনের বাসটি কে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

উদ্ধারকারী পথচারী সজল জানান, ধোলাই পাড় এলাকায় রাস্তা পারাপারের সময়ে যাত্রাবাড়ী মুখি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা মোঃ নাসির উদ্দিন জানান, আমরা সংবাদ শুনে হাসপাতালে এসে মরদেহ দেখতে পাই। বরিশাল জেলার মেহিন্দিগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জহির উদ্দিন এর ছেলে ইয়াস। বর্তমানে জুরাইনের মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোডে পরিবারের সাথে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়