শিরোনাম
◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

মোস্তাফিজুর রহমনা: রাজধানীর শাহবাগ থানাধীন বুয়েট মোর এলাকায়  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোঃ সোহেল (৩৮) ও আহত তার বন্ধু মোঃ সালউদ্দিন (৪০) উভয়ী গার্মেন্টস স্টক লট ব্যবসায়ী। সাভারে কাজ শেষে রাতে নারায়নগঞ্জে বাড়িতে ফিরার পথে দূর্ঘটনার শিকার হন তারা।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহামেদ ভুইয়া বলেন, রাতে শাহবাগ থানাধীন  বুয়েটের সড়কে রংপাশ দিয়ে বালুবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দু'জনের মধ্যে একজন ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজনকে গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ফেলে চালক, হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য চলছে।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে এস আই আরও বলেন, নিহত সোহেল ও সালাউদ্দিন দুজনেই সম্পর্কে বন্ধু,তারা গার্মেন্টস স্টকলডের ব্যাবসায়ী। 

বকশি বাজার থেকে পলাশী যাওয়ার (বুয়েট) সড়কে কোনো বড় যানবাহন যেন না যেতে পারে সে জন্য সড়কের প্রবেশ পথে সড়কের উপর দিয়ে লোহা পাইপ লাগানো রয়েছে। তাই ট্রাকটি, যানবাহন আসার রাস্তা (রংপাশ) দিয়ে ডুকে যায়। সে সময়ে মোটরসাইকেলটি আসছিল, এতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা টি ঘটে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ রুস্তমপুরের হাজি রওশন আলীর ছেলে সোহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়