শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান বিধ্বস্তের লোমহর্ষক বর্ণনা দিলেন শিক্ষার্থী (ভিডিও)

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৯ জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান, দুপুর ১টার দিকে স্কুল ছুটি হওয়ার পর অনেক শিক্ষার্থী মাঠে ও আশপাশে খেলাধুলায় ব্যস্ত ছিল। এ সময় একটি যুদ্ধবিমান সরাসরি মাঠের দিকে অবতরণের চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তা বিকট শব্দে ভবনের ওপর আছড়ে পড়ে। সাথে সাথে আগুন ধরে যায় এবং ভবনের একটি অংশ ধসে পড়ে।

আরেক শিক্ষার্থীর ভাষ্যমতে, দুর্ঘটনার স্থানটি ছিল মূলত বাগানঘেরা একটি এলাকা যেখানে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ক্লাস চলত। পাশে ছিল ছাত্রাবাসও। তিনি জানান, ওই সময় সেখানে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং অনেকেই গুরুতর দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ঘটনাস্থলে আহতদের জন্য জরুরি রক্তের প্রয়োজন হওয়ায়, সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে দেখা যায়।

জানা গেছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানার জন্য ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীও এ বিষয়ে আলাদা তদন্ত চালাচ্ছে।

ঘটনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২২ জুলাই (মঙ্গলবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়