শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ আবারও এক হলো ◈ 'মহেশখালী-কক্সবাজার এক হয়ে নতুন শহরের জন্ম নিবে': আশিক চৌধুরী (ভিডিও) ◈ বৃষ্টির কারণে বাংলা‌দেশ-‌নেদারল‌্যান্ডসের মধ‌্যকার তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ◈ চবিতে শনিবার রাতে কী হয়েছিল? মুখ খুললেন সেই ছাত্রী ও দারোয়ান (ভিডিও) ◈ সংঘর্ষের ঘটনা লাইভ করায় চবি ছাত্রীদের ‘ধর্ষণের হুমকি’ ◈ খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ◈ রোহিঙ্গা সংকট সমাধানে সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের ◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে পিৎজা ক্লাব ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকার ইদগাহ মাঠসংলগ্ন একটি পিৎজা ক্লাবের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করে পিৎজা দোকানটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত পৌনে ১২টার মধ্যে দমকল বাহিনী আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দোকানটির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানান, দোকানটি এলাকায় বেশ পরিচিত এবং রাতে অনেকেই এখানে খাবার খেতে আসতেন। ঘটনার সময় দোকানে কেউ ছিল কিনা তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে এবং বিস্তারিত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়