শিরোনাম
◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ স্বাভাবিক ছিল না চব্বিশের বন্যা : প্রধান উপদেষ্টা ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, আহত ৪ 

লিয়াকত হোসেন, মধুপুর (টাঙ্গাইল): [২] টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে ১ জন নিহত ও অপর ৪জন গুরুতর আহত হয়েছেন। ১৫ জুলাই সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

[৩]  এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মির্জাপুরের মৃত শুকুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৬৫), আতহরা হলেন, নিহতের  স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ভাইয়ের বউ সেলিনা (৩৩), ভাইয়ের ছেলে সিফাত (৫), জামুরিয়া গ্রামের আজগরের ছেলে আবুল কালাম (৩৫) আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৪] স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিক্সাটি মধুপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলস ঢাকা বাইপেল-জামালপুর নামক  (ঢাকা মেট্টো-ব-১২-১৯৪১) বাসটি জামালপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাস ও সিএনজি মধুপুর-জামালপুর আঞ্চলিক  মহাসড়কের গোলাবাড়ী (তাহের কনস্ট্রাকশন) এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। 

[৫] এ ঘটনায় ক্ষু্দ্ধ হয়ে স্থানীয়রা মধুপুর ও ধনবাড়ী আঞ্চলিক মহাসড়ক এক ঘন্টা ব্যাপি অবোরধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। 
 
[৬] মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়