শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৩, ০৭:২৭ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৩, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মার্চে ১২৯ কন্যা শিশুসহ নির্যাতনের শিকার ২৪৯ নারী’

এম এম লিংকন: বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৭ শিশু কন্যাসহ ৫৪ জন নারী। এরমধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৫ কন্যাসহ ১০ জন এবং ৫ কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ কন্যাসহ ১২ জন নারী। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ কন্যাসহ ৭ জন নারী , এরমধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে দুজন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে তিন কন্যাসহ ৪টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে এক কন্যাসহ ৩ জন, এরমধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২৮ কন্যাসহ ৪৩ জন নারী। এক গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৬ কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে এক কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও ২ জন আত্মহত্যার চেষ্টা করেছে।

মহিলা পরিষদ আরো জানায় , ৯ কন্যাসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে এবং এছাড়াও একজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছে ৩ জন। দুজন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৬টি। এছাড়া ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়