শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২০ জুন, ২০২৪, ০১:০৮ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৪, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব

আব্দুল্লাহ আল আমীন: [২] ঈদ আসে ঈদ যায় তাদের মাঝে নেই কোন আনন্দ উৎসব। পথের ধারে খোলা আকাশের নিচে- রেল স্টেশন বা গাছ তলায় অনিশ্চিত দিনরাত যাপন করতে হয় তাদের। যেখানেই রাত সেখানে ঘুমিয়ে পড়া পথশিশু ও ছিন্নমূল পরিবারের সদস্যদের ভিন্ন মাত্রায় ঈদ উৎসবের ‘শৈশবের ঈদ আনন্দ’ আয়োজন করে স্টার হোপ ফাউন্ডেশন। 

[৩] ঈদের ৩য় দিন ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাঝে ছিল শিশুদের শৈশবের আনন্দ উপভোগ,লটারী, কুইজ ও সবান বাটি, পাউডার, খেলনা, বেলুন চকলেট, টয়লেট ক্লিনারসহ বিভিন্ন রকম পুরুস্কার বিতরন শেষে সবার মাঝে উন্নতমানের খাবার প্রদান করা হয়। 

[৪] স্টার হোপ ফাউন্ডেশন এর  প্রেসিডেন্ট আহামেদ সুরুজ্জামান বক্তব্যে বলেন, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য- শিক্ষা পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আজ এসব শিশুদের শৈশবের ঈদ আনন্দে সবাই মেতে উঠলাম। শিশুদের আনন্দ দেখে আমরাও আনন্দিত। 

[৫] আমাদের নতুন সময় এর ময়মনসিংহ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল আমীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শিশুদের নিরাপদ আগামী গড়তে হলে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। 

[৬] এসময় সাধারণ সম্পাদক মো. নূর জাহিদ মোমেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহামেদ জামিল লিফাত, দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মাহিনূর আব্দুল্লাহ অনিক, তরুণ উদ্যোক্তা মাসুম জামান প্রমুখ।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়