শিরোনাম
◈ রাজধানীর হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন ◈ ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, কে কত? পুরোহিতরাও আওতায় আসবেন  ◈ হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড ◈ নির্যাতন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন: এইচআরডব্লিউ ◈ মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা ◈ বিজ্ঞাপন ঘিরে ব্যাপক বিতর্কের মুখে পাকিস্তানি এয়ারলাইন্স! ◈ দিয়ালোর হ্যাটট্রিকে সাউদাম্পটনকে সহজে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারালো রিয়াল মাদিদ ◈ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ৩ ক্লাব নেইমারকে পেতে দৌঁড়ঝাপ ◈ গাবির কাছে মেসির পর বিশ্বসেরা লামিনে ইয়ামাল

প্রকাশিত : ২০ জুন, ২০২৪, ০১:০৮ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৪, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব

আব্দুল্লাহ আল আমীন: [২] ঈদ আসে ঈদ যায় তাদের মাঝে নেই কোন আনন্দ উৎসব। পথের ধারে খোলা আকাশের নিচে- রেল স্টেশন বা গাছ তলায় অনিশ্চিত দিনরাত যাপন করতে হয় তাদের। যেখানেই রাত সেখানে ঘুমিয়ে পড়া পথশিশু ও ছিন্নমূল পরিবারের সদস্যদের ভিন্ন মাত্রায় ঈদ উৎসবের ‘শৈশবের ঈদ আনন্দ’ আয়োজন করে স্টার হোপ ফাউন্ডেশন। 

[৩] ঈদের ৩য় দিন ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাঝে ছিল শিশুদের শৈশবের আনন্দ উপভোগ,লটারী, কুইজ ও সবান বাটি, পাউডার, খেলনা, বেলুন চকলেট, টয়লেট ক্লিনারসহ বিভিন্ন রকম পুরুস্কার বিতরন শেষে সবার মাঝে উন্নতমানের খাবার প্রদান করা হয়। 

[৪] স্টার হোপ ফাউন্ডেশন এর  প্রেসিডেন্ট আহামেদ সুরুজ্জামান বক্তব্যে বলেন, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য- শিক্ষা পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আজ এসব শিশুদের শৈশবের ঈদ আনন্দে সবাই মেতে উঠলাম। শিশুদের আনন্দ দেখে আমরাও আনন্দিত। 

[৫] আমাদের নতুন সময় এর ময়মনসিংহ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল আমীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শিশুদের নিরাপদ আগামী গড়তে হলে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। 

[৬] এসময় সাধারণ সম্পাদক মো. নূর জাহিদ মোমেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহামেদ জামিল লিফাত, দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মাহিনূর আব্দুল্লাহ অনিক, তরুণ উদ্যোক্তা মাসুম জামান প্রমুখ।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়