শিরোনাম
◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা  

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের বিষয়ে স্পষ্ট বার্তা এনসিপির আরও দুই নেত্রীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২৮ ডিসেম্বর) জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘোষণার আগেই এনসিপি থেকে পদত্যাগ করেন শীর্ষস্থানীয় দুই নেত্রী ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীন। গুঞ্জন ছিল, দলের আরও কিছু নেত্রী পদত্যাগের।

জোটবদ্ধ হওয়ার ঘোষণা আসতেই পদত্যাগের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। জামায়াতের সঙ্গে জোটে তারা আপত্তির কথা জানালেও, পদত্যাগ করছেন না বলে নিজেদের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তারা। 

পদত্যাগের বিষয়ে সামান্তা শারমিন বলেন, ‘আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সকল বয়ান সাবস্ক্রাইব করি। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল।’

এ বিষয়ে মনিরা শারমিন বলেছেন, ‘আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। এনসিপি কারও একার সম্পত্তি না। এনসিপি যতখানি শীর্ষ নেতৃত্বের, তার থেকে অনেক বেশি আমার। আজ পর্যন্ত এমন কিছু বলি নাই বা করি নাই যাতে আমার দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়