শিরোনাম
◈ তুমুল সংঘর্ষ আফগান সীমান্তে, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ ◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত ◈ সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা ◈ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ◈ ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব ◈ ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন ◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩, ০২:৪৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৩, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইটি ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ

মাজহারুল মিচেল: [২] এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) কতৃক আয়োজিত ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৩’ এ দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান। 

[৩] আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি বিভাগে ডিজিকন টেকনোলজিস লিমিটেড এবং স্টার্টআপ বিভাগে টেকগারলিক এই সম্মাননা অর্জন করেছে।

[৪] ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে আয়োজিত অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৩ এ্রর দ্বিতীয় দিনে অ্যাওয়ার্ড নাইটে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ব্রায়ান সিন। এসময় বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান ও বিসিএস প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ এইচ কাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

[৫] সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৬টি বিভাগে মোট ৫২ টি পুরষ্কার প্রদান করা হয়। ২৪টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এশিয়া এবং ওশেনিয়ান অঞ্চলের দেশগুলোর জন্য অ্যাসোসিও প্রতিবছর এই পুরষ্কারের আয়োজন করে থাকে। এই অঞ্চলের জন্য তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সংগঠন অ্যাসোসিও’র একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে অ্যাসোসিও’র এই সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন প্রদান করে।

[৬] অ্যাসোসিও ডিজিটাল সামিটে বাংলাদেশের অর্জন সম্পর্কে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার বলেন, ডিজিটাল এশিয়ার ঘোষণা দেওয়া হয়েছে আজ। ফলে এশিয়ার ২৪টি দেশ একসঙ্গে ডিজিটাল এশিয়ার উন্নয়নে কাজ করবে। ডিজিটাল এশিয়ায় বাংলাদেশেরও কাজ করার অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে যে দুটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে, এটা স্মার্ট বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।

[৭] অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি বলেন,‘বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান পুরস্কার পাওয়ায় বিশ্বের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক আসরগুলোতে বিসিএসসহ দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর ভূমিকা বরাবরের মতোই প্রশংসনীয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়