শিরোনাম
◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার! ◈ সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ◈ রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার ◈ আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ কৌশলে রাতে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩০ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থকেলেংকারীর অভিযোগ থেকে ইলন মাস্ককে অব্যাহতি  

ইলন মাস্ক

জাফর খান: বিশ্বের দ্বিতীয় ধনী হিসেবে পরিচিত বৈদ্যুতিক মোটর গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান ‘টেসলা’ ও টূইটারের মালিক ইলন মাস্ককে অর্থকেলেংকারীর সাথে জড়িতের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১৮ সালের আগষ্টে মাস্কের বিরুদ্ধে শেয়ারহোল্ডাররা অভিযোগ আনেন যে, তার বিভ্রান্তিমূলক বক্তব্যের কারনে বিলিয়ন ডলারের ক্ষতিতে পড়েছে তারা। এমনকি ৭২ বিলিয়ন ডলারের ( ৬০ বিলিয়ন পাউন্ড) বিনিময়ে কেনার প্রস্তাবটিতে তিনি জালিয়াতি করেছেন বলেও অভিযোগ আনেন তারা।এই জালিয়াতি যদি প্রমানিত হয় তবে ইলনকে বিলিয়ন ডলারের ওপরে ক্ষতিপূরন দিতে হবে দাবী করে অভিযোগ দায়ের করা হয় আদালতে। বিবিসি
 
নয় ঘণ্টার শুনানী শেষে শুক্রবার দুপুরে আদলত তাকে অব্যাহতি দেয়। এর আগে মাস্ক সুবিচারেরে আশায় সান ফ্রানন্সিস্কো আদালত থেকে পরিবর্তন করে মামলাটি টেক্সাসে নিয়ে আসেন। টেসলার সদর দপ্তরটিও এই রাজ্যে অবস্থিত। ২০২২২ সালের অক্টোবরে মাস্ক এক টুইট বার্তায় বলেন, ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে তিনি কোম্পানিটি কিনেছেন। ২০১৮ এর আগষ্টে করা  টুইটের পরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে শেয়ারহোল্ডারগন। সেসময় মাস্ক লিখেন, ‘টেসলায় যারা বিনিয়োগ করছেন তারা সবাই নিরাপদে আছেন।‘আর এই প্রেক্ষিতে মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেন, মাস্ক মিথ্যা বলে সবাইকে প্রলুব্ধ করেছেন। 

এই টুইটের ফলে স্টকের দর বাড়লেও একদিনের মধ্যেই সূচক নিচে চলে গেলে বিনিয়োগকারীরা ১২ বিলিয়ন ডলার খুইয়েছেন। আরো উল্লেখ করা হয়, শেয়ার কেন-বেচার এক দোলাচলে পড়ে যায় বিনিয়োগকারীরা মাস্কের এমন হঠকারিমূলক বার্তা প্রকাশ্যে আসার কারনে। 

যুক্তরাষ্ট্রের সিজিউরিটিজ এন্ড স্টক এক্সচেঞ্জ কমিশনও মাস্কের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের কারনে মামলা দায়ের করে। পরে ২০ মিলিয়ন ডলারের বিনিময়ে কোম্পানি কেনার বিষয়টি স্বীকার করে নেন তিনি। 

অবশ্য মাস্ক তিন সপ্তাহব্যাপী চলা শুনানির সময়ে বলেন, সৌদি থেকে বিনিয়োগ পাবার আশায় তিনি এমন ঘোষণা দিয়েছিলেন।এসময় তিনি প্রায় নয় ঘন্টা ধরে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে তার বক্তব্য দেন। 

জেকেএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়