শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের প্রযুক্তি-যোগাযোগ সংস্থায় প্রথম নারী প্রধান 

ডোরিন বোগডান-মার্টিন

খালিদ আহমেদ: ‘ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)’-এর প্রথম নারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ডোরিন বোগডান-মার্টিন। যোগাযোগ প্রযুক্তির আন্তর্জাতিক বাজারে মান নির্ধারক হিসেবে জাতিসংঘের প্রতিনিধিত্ব করে সংস্থাটি।

জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামোর অন্তর্ভূক্ত সবচেয়ে পুরনো সংস্থাগুলোর একটি আইটিইউ। ১৮৬৫ সালে প্রতিষ্ঠার সময় সংস্থাটি আন্তর্জাতিক টেলিগ্রাফ নেটওয়ার্কের দেখভাল করতো। বর্তমানে রেডিও, স্যাটেলাইট এবং ইন্টারনেট যোগাযোগ প্রযুক্তিতে আন্তর্জাতিক মান নির্ধারণ এবং উন্নয়নশীল দেশগুলোতে টেলিযোগাযোগ কাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ করে সংস্থাটি।

বিবিসি জানিয়েছে, সংস্থাটির মহাসচিব পদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিক বোগডান-মার্টিনের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশিয়ার রাশিদ ইসমাইলভ। নির্বাচনে ইসমাইলভ ২৫ ভোট পেলেও ১৩৯ ভোট পেয়ে জিতেছেন বোগডান-মার্টিন।

আইটিইউয়ের মহাসচিব পদে হুওলিন জা’র স্থলাভিষিক্ত হবেন বোগডান-মার্টিন; আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ শুরু হবে ২০২৩ সালের প্রথম দিন থেকে। ২০১৪ সাল থেকে দুই দফায় মহসচিবের দায়িত্ব পালন করেছেন জা।

আইটিইউ মহাসচিব হিসেবে বোগডান-মার্টিনের ওপর বেশ কিছু গুরুদায়িত্ব বর্তাবে, আন্তর্জাতিক যোগাযোগ খাতে যার প্রভাব হবে বহুমাত্রিক। এর মধ্যে আছে পৃথিবীকে ঘিরে চক্কর দিতে থাকা স্যাটেলাইটগুলোর মধ্যে সমন্বয়, টেলিযোগাযোগ খাতের কারিগরি মান সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন।

আইটিইউয়ের মহাসচিব পদে নির্বাচনকে ঘিরে উদ্বেগ বিরাজ করছিল বলে জানিয়েছে বিবিসি। নির্বাচনের আগেই ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার ওপর আন্তর্জাতিক পর্যায়ের বিধিনিষেধ আরোপের ডাক দিয়েছিলেন বোগডান-মার্টিনের মূল প্রতিদ্বন্দ্বী ইসমাইলভ।

অন্যদিকে মহাসচিব পদে নির্বাচিত হওয়ার পর দেওয়া বক্তব্যে পুরো বিশ্বে ইন্টারনেট সংযোগের আওতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন বোগডান-মার্টিন। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে আইটিউয়ের ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নতুন মহাসচিব নির্বাচিত হওয়ার আগে আইটিইউয়ের ‘টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট বুরো’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বোগডান-মার্টিন। পরিচালক পদে কর্মরত অবস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ করেছেন তিনি।

বিবিসি জানিয়েছে, আইটিইউয়ের মহাসচিব পদে বোগডান-মার্টিনের প্রার্থীতায় সমর্থন ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। প্রার্থী হিসেবে বোগডান-মার্টিনের ‘ডিজিটাল দুনিয়ার দৃশ্যপট পাল্টে দেওয়ার জন্য প্রয়োজনীয় সততা, অভিজ্ঞতা এবং দূরদৃষ্টি’ আছে বলে মন্তব্য করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়