শিরোনাম
◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ১২:১৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে টিকটক থেকে আয় করা যায়, জানুন ‍নিয়ম

ডিজিটাল যুগে প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবনের নানা দিক। বর্তমানে বিনোদন, শিক্ষা, ব্যবসা কিংবা উপার্জনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব অপরিসীম। এরই মধ্যে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা একটি প্ল্যাটফর্ম হলো টিকটক। অল্প সময়ে অ্যাপটি তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। প্রথম দিকে শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে একটি আয়ের সম্ভাবনাময় ক্ষেত্র।

টিকটক একটি শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ১৫ সেকেন্ড থেকে শুরু করে ৩ মিনিট পর্যন্ত ছোট ছোট ভিডিও তৈরি করে আপলোড করতে পারে। এই ভিডিওগুলোর বিষয়বস্তু হতে পারে বিনোদন, তথ্য, শিক্ষা, রান্না, জীবনধারা, কমেডি, মেকআপ, ফ্যাশনসহ নানান ধরনের।

টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের কনটেন্ট তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন দর্শকের সামনে তুলে ধরে। ফলে একজন সাধারণ ব্যক্তি রাতারাতি তার প্রতিভার জোরে হয়ে উঠতে পারে ইন্টারনেট তারকা।

টিকটক থেকে আয়ের সম্ভাব্য পথ

ইউটিউবের মতো বাংলাদেশে ব্যবহারকারীদের জন্য মনিটাইজেশনের সুযোগ নেই। এই সুযোগ শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, জাপান, স্পেন, ইতালি ও ইন্দোনেশিয়ার ব্যবহারকারীদের জন্য চালু রয়েছে। তবে বিভিন্ন উপায়ে পরোক্ষভাবে আয় করা সম্ভব।

১. স্পনসরশিপ ও ব্র্যান্ড প্রমোশন

যখন কোনো কনটেন্ট ক্রিয়েটর প্রচুর ফলোয়ার ও এনগেজমেন্ট অর্জন করে, তখন বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য সেই ক্রিয়েটরকে পারিশ্রমিক দিয়ে ভিডিও তৈরি করায়। এটি টিকটকে আয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

২. লাইভ গিফট ও ডোনেশন

টিকটকে লাইভে গেলে দর্শকেরা ভার্চুয়াল গিফট পাঠাতে পারে, যা পরে অর্থে রূপান্তর করা যায়। এসব গিফট কিনতে হয় টিকটকের কয়েন ব্যবহার করে, যার মূল্য রয়েছে।

৩. অ্যাফিলিয়েট মার্কেটিং

টিকটক ব্যবহার করে বিভিন্ন পণ্যের লিংক শেয়ার করে সেই পণ্য বিক্রি হলে কমিশন পাওয়া যায়। এটি বর্তমানে অনেক জনপ্রিয় একটি আয়ের উৎস।

৪. নিজস্ব পণ্যের প্রচার

যাঁরা নিজেদের পণ্য বা সার্ভিস বিক্রি করেন, তাঁরা টিকটককে মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে ক্রেতা বাড়াতে পারেন। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা টিকটক ব্যবহার করে অনলাইন বিক্রিতে সফলতা পেয়েছেন।

৫. ক্রিয়েটর ফান্ড (Creator Fund)

বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে চালু না হলেও যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অনেক দেশে টিকটকের নিজস্ব ‘ক্রিয়েটর ফান্ড’ রয়েছে, যেখান থেকে ভিডিওর ভিউ ও এনগেজমেন্ট অনুযায়ী টাকা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়