শিরোনাম
◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা ◈ নির্বাচন ঘোষণায় কিছু উপদেষ্টার ‘অসন্তোষ’, দাবি মেজর হাফিজের" ◈ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা: ফোর্ট স্টুয়ার্টে লকডাউন ◈ ৩০ সেকেন্ডের সিদ্ধান্ত বাঁচাতে পারে জীবন: গাড়ি পানিতে পড়লে করণীয়, জানালেন বুয়েটের অধ্যাপক  ◈ বুয়ার বাসায় পলাতক আওয়ামী নেতার কোটি টাকার ডলার, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য (ভিডিও) ◈ ১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো যে কারণে ◈ বি‌য়ে‌র দাওয়াত না পেয়ে অনুষ্ঠা‌নে হামলা, বর-ক‌নেসহ আহত ১০ ◈ বক্তব্যের মাঝেই শুরু হলো হট্টগোল, রেগে গেলেন আইন উপদেষ্টা! (ভিডিও) ◈ টিকটক প্রেমের পরিণতি: স্ত্রীকে নিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা ◈ পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার, ৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন জামায়াত নেতা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠিয়ে প্রতারণা, ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

হোয়াটসঅ্যাপে প্রতারণা রুখতে চলতি বছরের প্রথমার্ধে ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। এসব অ্যাকাউন্ট বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার জন্য ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে কোম্পানিটি। সাধারণ টেক্সট মেসেজ দিয়ে শুরু করে হোয়াটসঅ্যাপ পর্যন্ত বিস্তৃত হয় এ ধরনের প্রতারণা কার্যক্রম।

মেটার তথ্য অনুযায়ী, এসবের মধ্যে অনেক অ্যাকাউন্ট দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিচালিত সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিল। এই চক্রগুলো মানুষকে জোরপূর্বক প্রতারণার কাজে বাধ্য করত।

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ নতুন অ্যান্টি-স্ক্যাম ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে সম্ভাব্য প্রতারণামূলক কার্যকলাপের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করা হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি ব্যবহারকারীর কনটাক্টে না থাকে অথচ তাকে গ্রুপ চ্যাটে যুক্ত করে, তাহলে সে বিষয়ে সতর্কবার্তা দেখানো হবে।

এই পদক্ষেপ বিশেষত সেই কৌশলকে লক্ষ্য করেছে, যেখানে অপরাধীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট চুরি করে বা তাদের কোনো গ্রুপ চ্যাটে যোগ করে এবং সেখানে ভুয়া বিনিয়োগ বা অন্য কোনো প্রতারণা কার্যক্রম চালায়।

মেটা বলেছে, হোয়াটসঅ্যাপ আগে থেকেই সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করেছে, যাতে প্রতারণার কাজ শুরু না হতে পারে।

একবার মেটা ও ওপেনএআই সম্মিলিতভাবে কম্বোডিয়ার একটি অপরাধী দলের প্রতারণা বন্ধ করেছে। তারা সামাজিক মাধ্যমে লাইকের বদলে অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া রেন্ট-এ-স্কুটার স্কিম চালাচ্ছিল।

মেটার তথ্য অনুযায়ী, প্রতারকেরা চ্যাটজিপিটি ব্যবহার করে সম্ভাব্য ভুক্তভোগীদের জন্য নির্দেশাবলি তৈরি করেছিল।

সাধারণত, প্রতারকেরা প্রথমে টেক্সট মেসেজের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ শুরু করত। পরে আলাপ-আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রাইভেট ম্যাসেজিং অ্যাপে নিয়ে যেত। এই প্রতারণাগুলো সাধারণত পেমেন্ট বা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হতো।

মেটা সতর্ক করে বলেছে, ‘প্রতিশ্রুত অর্থ বা আয়ের জন্য আপনাকে যদি আগে থেকে অর্থ দেওয়ার কথা বলা হয়, সেগুলো একধরনের ফাঁদ হয়ে থাকে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেমন: মিয়ানমার, কম্বোডিয়া এবং থাইল্যান্ডের এ ধরনের প্রতারণা সেন্টার কোটি কোটি ডলারের প্রতারণা করে।

এই সেন্টারগুলো প্রায়শই মানুষকে নিয়োগ দেয় এবং তাদের জোরপূর্বক প্রতারণার কাজে ব্যবহার করে।

এ অঞ্চলের মানুষকে সম্ভাব্য প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে এবং হোয়াটসঅ্যাপের টু ফ্যাক্টর অথেনটিকেশনের মতো অ্যান্টি-স্ক্যাম ব্যবস্থা ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

উদাহরণস্বরূপ, সিঙ্গাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে যে, ম্যাসেজিং অ্যাপে যেকোনো অস্বাভাবিক অনুরোধের বিষয়ে সচেতন হোন।

তথ্যসূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়