শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ হাজার ২শ’ তরুণের ক্ষমতায়নে কাজ করেছে উদ্যোগটি 

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’র সাফল্য উদযাপন করলো জিপি এক্সিলারেটর 

দেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি এক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’র সাফল্য উদযাপন করেছে গ্রামীণফোন। বৃহষ্প‌তিবার রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে এই অনুপ্রেরণামূলক উদ্যোগটি উদযাপন করে  অপারেটরটি। ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিলো প্রতিভাবান তরুণদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিংয়ে সুযোগ তৈরি এবং যথাযথ দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসায়িক ও আর্থিক সাফল্যকে বেগবান করা। 

দেশের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবে রূপ দিতে  ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ উদ্যোগটি নেওয়া হয়। এই উদ্যোগের আওতায় দেশব্যাপী ২০টি অঞ্চলে নিবিড় প্রশিক্ষণ কর্মশালার (বুটক্যাম্প) মাধ্যমে ৫ হাজার ২শ’র বেশি স্টার্টআপকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যা বাংলাদেশের উদ্যোক্তা গড়ে তোলার পরিবেশকে সুগম করেছে। 

গালা নাইটে দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন বিজয়ী স্টার্টআপের সাফল্য উদযাপন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩০ জন কমিউনিটি বিল্ডারের অসামান্য ভূমিকাকে স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এসময় বিজয়ী উদ্যোক্তাদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট উদ্যোক্তা ও সংশ্লিষ্টজনরা । কীভাবে এই কর্মসূচি উদ্যোক্তা হওয়ার যাত্রাকে সফল করেছে অনুষ্ঠানে বিজয়ীরা তাদের সেসব অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।

বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গ্রামীণফোনের এই প্রশিক্ষণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। তরুণরাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। তরুণ প্রজন্মকে ডিজিটাল অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে অপারেটরটির যে প্রচেষ্টা তা সত্যিই প্রশংসনীয়; এই উদ্যোগ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।”

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পরবর্তী প্রজন্মের সাফল্যের জন্য তাদের প্রয়োজনীয় দক্ষতা, সম্পদ ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখাই আমাদের লক্ষ্য। ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ উদ্যোগের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের মাঝে অসাধারণ সম্ভাবনা  দেখেছি। আজ আমরা সেই ২০ জন বিজয়ী উদ্যোক্তার (স্টার্টআপের) সাফল্য উদযাপন করছি, যারা তাদের উদ্ভাবনী ধারণা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজেদের বিশেষত্ব তুলে ধরেছেন।”

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প সিরিজ দেশের ২০টি অঞ্চলে ধাপে ধাপে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, দিক-নির্দেশনা এবং অর্থায়ন সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে যাতে তারা প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে টিকে থাকতে পারেন।

২০১৫ সালে কার্যক্রম চালুর পর থেকে দেশের স্টার্টআপ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জিপি এক্সিলারেটর । এটি ৫০টি স্টার্টআপের মাধ্যমে ৫ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। একইসাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে জিপি এক্সিলারেটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়