শিরোনাম
◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১০:৪১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : আশ্রাফুর রহমান রাসেল

যে ৬ শব্দ গুগলে ভুলেও সার্চ করবেন না!

‘আর বেঙ্গল ক্যাটস লিগ্যাল ইন অস্ট্রেলিয়া?’ ইংরেজি অক্ষরে এই ছয়টি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। যার অর্থ, বাংলার বিড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ? অনেকেরই মনে হবে এই বাক্যের কী এমন মাহাত্ম্য। কেন আলাদা করে এই বাক্যের কথা লিখতে হচ্ছে? 

আসলে সাধারণ মনে হলেও এই ছয়টি শব্দ কিন্তু আদৌ সাধারণ নয়। বরং, বিপদের সংকেত। এই ছয়টি শব্দ অসাবধানতাবশত সার্চ করে একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের শিকার হতে পারেন যে কেউ। কারণ, এই ছয়টি শব্দ দিয়েই ইন্টারনেটে জাল পাতছে হ্যাকাররা।

নিউ ইয়র্ক পোস্টের মতে, সাইবার নিরাপত্তা সংস্থা ‘সোফোস’ সম্প্রতি একটি সতর্কতা জারি করেছে। সংস্থাটির পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের গুগলে এই নির্দিষ্ট বাক্যটি সার্চ না করা করার অনুরোধ করা হয়েছে। 

সোফোস জানিয়েছে, হ্যাক করার এই নির্দিষ্ট প্রক্রিয়া পরিচিত ‘এসইও পয়জনিং’ বা ‘এসইও বিষক্রিয়া’ নামে। তাদের দাবি, খুব বুদ্ধি করে এই বাক্যটি গুগলে বেশি সার্চ হওয়া বাক্য হিসেবে জায়গা করে দিচ্ছে হ্যাকাররা। আর কেউ সেই বাক্য সার্চ করে যে লিংক দেখা যাবে সেখানে ক্লিক করলেই ওই ব্যবহারকারীর ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে। বেহাত হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। ব্যাংক থেকে লুট হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। 

সোফোসের মতে, ওই লিঙ্কগুলো অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। সেই জন্যই বাক্যের মধ্যে ‘অস্ট্রেলিয়া’ শব্দটি রাখা হয়েছে।

তবে এই প্রতারণার জাল থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলে দিয়েছে ওই সাইবার নিরাপত্তা সংস্থা। তারা জানিয়েছে, কারও যদি মনে হয় যে তিনি এসইও সাইবার আক্রমণের শিকার হচ্ছেন, তা হলে অবিলম্বে তার ই-মেইল এবং নেট ব্যাংকিংসহ সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দেওয়া উচিত। ফোন বা কম্পিউটারে ‘অ্যান্টিভাইরাস স্ক্যান’ করা উচিত অবিলম্বে। তবে সবচেয়ে নিরাপদ উপায় ওই নির্দিষ্ট বাক্য দিয়ে গুগলে কোনও সার্চ না করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়