শিরোনাম
◈ ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার ◈ বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রবিবার ◈ রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ‘আমার মা খুকুরানীকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’ (ভিডিও) ◈ রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে ভর্তি ◈ আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি : ভারতের হাইকমিশনার ◈ কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস ◈ জি এম কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন রিজভী (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১০:৪১ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : আশ্রাফুর রহমান রাসেল

যে ৬ শব্দ গুগলে ভুলেও সার্চ করবেন না!

‘আর বেঙ্গল ক্যাটস লিগ্যাল ইন অস্ট্রেলিয়া?’ ইংরেজি অক্ষরে এই ছয়টি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। যার অর্থ, বাংলার বিড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ? অনেকেরই মনে হবে এই বাক্যের কী এমন মাহাত্ম্য। কেন আলাদা করে এই বাক্যের কথা লিখতে হচ্ছে? 

আসলে সাধারণ মনে হলেও এই ছয়টি শব্দ কিন্তু আদৌ সাধারণ নয়। বরং, বিপদের সংকেত। এই ছয়টি শব্দ অসাবধানতাবশত সার্চ করে একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের শিকার হতে পারেন যে কেউ। কারণ, এই ছয়টি শব্দ দিয়েই ইন্টারনেটে জাল পাতছে হ্যাকাররা।

নিউ ইয়র্ক পোস্টের মতে, সাইবার নিরাপত্তা সংস্থা ‘সোফোস’ সম্প্রতি একটি সতর্কতা জারি করেছে। সংস্থাটির পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের গুগলে এই নির্দিষ্ট বাক্যটি সার্চ না করা করার অনুরোধ করা হয়েছে। 

সোফোস জানিয়েছে, হ্যাক করার এই নির্দিষ্ট প্রক্রিয়া পরিচিত ‘এসইও পয়জনিং’ বা ‘এসইও বিষক্রিয়া’ নামে। তাদের দাবি, খুব বুদ্ধি করে এই বাক্যটি গুগলে বেশি সার্চ হওয়া বাক্য হিসেবে জায়গা করে দিচ্ছে হ্যাকাররা। আর কেউ সেই বাক্য সার্চ করে যে লিংক দেখা যাবে সেখানে ক্লিক করলেই ওই ব্যবহারকারীর ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে। বেহাত হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। ব্যাংক থেকে লুট হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। 

সোফোসের মতে, ওই লিঙ্কগুলো অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। সেই জন্যই বাক্যের মধ্যে ‘অস্ট্রেলিয়া’ শব্দটি রাখা হয়েছে।

তবে এই প্রতারণার জাল থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলে দিয়েছে ওই সাইবার নিরাপত্তা সংস্থা। তারা জানিয়েছে, কারও যদি মনে হয় যে তিনি এসইও সাইবার আক্রমণের শিকার হচ্ছেন, তা হলে অবিলম্বে তার ই-মেইল এবং নেট ব্যাংকিংসহ সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দেওয়া উচিত। ফোন বা কম্পিউটারে ‘অ্যান্টিভাইরাস স্ক্যান’ করা উচিত অবিলম্বে। তবে সবচেয়ে নিরাপদ উপায় ওই নির্দিষ্ট বাক্য দিয়ে গুগলে কোনও সার্চ না করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়