শিরোনাম
◈ বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রবিবার ◈ রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ‘আমার মা খুকুরানীকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’ (ভিডিও) ◈ রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে ভর্তি ◈ আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি : ভারতের হাইকমিশনার ◈ কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস ◈ জি এম কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন রিজভী (ভিডিও) ◈ প্রধান বিচারপতি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয়

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ চুরি হচ্ছে আইফোন ব্যবহারকারীদের

সম্প্রতি নতুন একটি ফিশিং হামলার শিকার হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। সম্প্রতি অ্যাপল আইডি (অ্যাকাউন্ট) স্থগিত হওয়ার ভুয়া ই-মেইল পাঠিয়ে আইফোন ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে সাইবার অপরাধীরা। অ্যাপল আইডির সমস্যা সমাধানের প্রলোভনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের ডিজিটাল ওয়ালেট থেকে অর্থ চুরি করছে তারা।

বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফিশিং হামলার চালানোর জন্য সাইবার অপরাধীরা পুরস্কার বা বিশেষ অফারের প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করে থাকে। সেই লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। তবে এবার আইফোন ব্যবহারকারীদের বোকা বানাতে তাদের অ্যাপল আইডি স্থগিত করা হয়েছে বলে ভুয়া ই-মেইল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। অ্যাপল আইডি উদ্ধারের জন্য দ্রুত ই-মেইলে থাকা লিংকে ক্লিক করতে পরামর্শ দেওয়া হয়।

লিংকে ক্লিক করলেই অ্যাপলের ওয়েবসাইটের আদলে একটি ভুয়া ওয়েবসাইটে চালু হয়। ওয়েবসাইটটিতে ব্যবহারকারীরা নিজেদের অ্যাপল আইডি এবং দুই স্তরের নিরাপত্তা কোড লিখলেই সেগুলো চলে যায় সাইবার অপরাধীদের দখলে। পরে তথ্যগুলো কাজে লাগিয়ে আইফোন ব্যবহারকারীদের অর্থ চুরি করে থাকে সাইবার অপরাধীরা।

ফিশিং হামলা সম্পর্কে অ্যাপল জানিয়েছে, অ্যাপল অ্যাকাউন্ট হ্যাকড হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি দুই স্তরের নিরাপত্তাসুবিধা নিশ্চিত করতে হবে। অ্যাপলের নামে পাঠানো কোনো ই-মেইল বিষয়ে সন্দেহ হলে সরাসরি অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেটির সত্যতা যাচাই করতে হবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেক মুর জানিয়েছেন, অ্যাপল আইডি স্থগিত হওয়ার কথা বলে ই-মেইল প্রতারণা দিন দিন বাড়ছে। অনেক ব্যবহারকারী এখনো এই কৌশলে প্রতারিত হচ্ছেন। প্রতারণা থেকে রক্ষা পেতে প্রেরকের ই-মেইল ঠিকানা যাচাই করার পাশাপাশি সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়