শিরোনাম
◈ দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল ◈ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্যে নতুন অধ্যায়: করাচি-চট্টগ্রাম শিপিং সেবা চালু ◈ ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: অভিযোগপত্রে যা বলেছে ডিবি ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি : প্রেস সচিব  ◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০২:২৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে আসছে সেল্ফ ব্যালেন্সিং মোটরসাইকেল

মুসবা তিন্নি : [২] বাজারে আসতে চলছে সেল্ফ ব্যালেন্সিং মোটরসাইকেল বা এইভি। দুর্ঘটনাপ্রবণ রাস্তায় এ মোটরসাইকেল হতে পারে নিশ্চিন্তের বাহন। এটি রাস্তায় নামলে দুর্ঘটনার পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : ইলেকট্রিফাই নিউজ

[৩] দুর্দান্ত এই দুই চাকার যান নিজেই নিজের ব্যালেন্স রক্ষা করতে সক্ষম। এমনকি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলেও এটি নিজেই নিজেকে সোজা করে নিতে সক্ষম।

[৪] দুর্দান্ত এ মোটরসাইকেল তৈরি করেছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লিট মোটরস। প্রতিষ্ঠানটির তৈরি এ যান কোনো দুর্ঘটনায় পড়লে স্বয়ংক্রিয়ভাবে এয়ারব্যাগ খুলে যাবে। দুই চাকায় চললেও এতে রয়েছে চার চাকার গাড়ির সুবিধা। এর ওপর রয়েছে একটি ছাদ। রোদ-বৃষ্টি বা স্নোফলের মতো যে কোনো আবহাওয়ায় চালক থাকবে সুরক্ষিত।
এ যানটিতে বসতে পারবে চালকসহ দুজন। যা রাস্তায় ছুটবে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে। এত এত সুবিধার সঙ্গে এতে নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বও দেওয়া হয়েছে সমানতালে। দুর্ঘটনার কবলে এর সামনে ও পিছনের এয়ারব্যাগগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি এটি যুক্তরাষ্ট্রের কার সেফটি স্ট্যান্ডার্ডের চেয়েও বেশি নিরাপদ ফিচার সংযুক্ত করে বানানো হয়েছে।

[৫] অত্যাধুনিক এ দুই চাকার যান চলবে চার্জের মাধ্যমে। যার জন্য রয়েছে একটি ব্যাটারি। ১১০ ভোল্টে ইনপুট দিলে এতে চার্জ হতে সময় লাগবে ছয় ঘণ্টা। আর টেসলা সুপার চার্জারের মাধ্যমে এটি চার্জ দিতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট একবার ফুল চার্জ করা হলে পাড়ি দেওয়া যাবে ২৭৩ কিলোমিটার। এতে খরচ পড়বে মাত্র ১ দশমিক ২৫ মার্কিন ডলার।

এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়