শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৪, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার পূর্ণগ্রাস গ্রহণ

এম খান: [২] ৮ এপ্রিল সোমবার সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে সূর্য। দিনের বেলাতেই ঘনিয়ে আসবে আঁধার। 

[৩] আনন্দবাজার, বিবিসি জানায়, সেই দৃশ্য দেখতে পাবেন আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মানুষ।

[৪] বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবারের গ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব। অপেক্ষাকৃত বেশি সময় ধরে এই গ্রহণ স্থায়ী হবে। টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে থাকবে সূর্য। যা গত ৫০ বছরে কখনও কোনও গ্রহণেই হয়নি। গ্রহণের সময়ে ওই চার মিনিট ধরে সূর্যের বাহ্যিক স্তর করোনার আভা স্পষ্ট দেখা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

[৫] এই গ্রহণ দেখতে আগ্রহীদের ভিড় বাড়ছে বিভিন্ন এলাকায়। সোমবার সর্বপ্রথম গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকার মেক্সিকো থেকে। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় সকাল ১১.০৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২.০৭) গ্রহণ দেখা যাবে। [৬] ক্রমে তা দেখা যাবে আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইন্ডিয়ানা, ওহাইয়ো, পেনসিলভ্যানিয়া, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং মিশিগানে। [৭] কানাডা থেকেও গ্রহণ দেখা যাবে। কানাডার দক্ষিণ ওন্টারিয়ো, কিউবেক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে গ্রহণ দেখা যাবে। স্থানীয় সময় বিকেল ৫.১৬ মিনিটে গ্রহণ শেষ হবে (বাংলাদেশ সময় রাত ১.৪৬)।

[৮] যে সময়ে গ্রহণ হবে, এই এলাকায় তখন রাত। তাই আকাশে সূর্য বা তার গ্রহণ দেখা যাবে না। তবে আগ্রহীরা গ্রহণের সরাসরি সম্প্রচার দেখতে পারেন পৃথিবীর যে কোনও প্রান্তে বসে। নাসার তরফে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা থেকে গ্রহণের সরাসরি সম্প্রচার শুরু করা হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গ্রহণ দেখা যাবে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়