শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৪, ০৬:২২ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৪, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের বিভিন্ন প্রান্ত মানুষ ছুটছে মেক্সিকোতে 

৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ

ইমরুল শাহেদ: [২] আগামী ৮ এপ্রিল সোমবার দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে সর্বপ্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১:২৭ মিনিটে পূর্ণগ্রাস দেখা যাবে।  পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক মেক্সিকো, কানাডা। সূত্র: দি ওয়াল

[৩] প্রাচীন ব্যাবিলনে গ্রহণের পূর্বাভাস দিতে পারতেন সে যুগের জ্যোতির্বিদরা। প্রাচীন চীনেও গ্রহণের পূর্বাভাস দেওয়া হত। খ্রিষ্টের জন্মের আড়াই হাজার বছর আগে সূর্যগ্রহণ নিয়ে অনেক কুসংস্কার ছিল। সেসবের প্রমাণও পাওয়া গেছে। 

[৪] চাঁদের ছায়া পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। দিনেদুপুরে ঘুটঘুটে আঁধার নামবে। ৪ মিনিট ২৮ সেকেন্ড ধরে স্থায়ী হবে গ্রহণ। তবে এই গ্রহণ পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম নয়। ইতিহাস বলে, খ্রিস্টপূর্ব ৭৪৩ সালে যে সূর্যগ্রহণ হয়, সেটিই এখনও পর্যন্ত দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেবার ৭ মিনিট ২৮ সেকেন্ড সূর্যকে ঢেকে দিয়েছিল চাঁদ।

[৫] এই বিরল দৃশ্য দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত মানুষ ছুটছে মেক্সিকোর দিকে। তবে ভারতের ইসরো জানিয়েছে, এবারের সূর্যগ্রহণকে খুব কাছ থেকে দেখবে ভারতের সৌরযান আদিত্য এল-১। আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট পেলোড তার কাজ শুরু করেছে। এই যন্ত্রের দুটি সাব-পেলোড আছে- প্রথম  সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার এবং দ্বিতীয় সাব-পেলোড হল সুপারথার্ম এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার। এটি সৌরবায়ুকে পর্যবেক্ষণ করছে। এই পেলোডগুলিই চাঁদের ছায়ায় সূর্যকে সম্পূর্ণ ঢাকা পড়তে দেখবে। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়