শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ বছর খাবার না খেয়েও বাঁচে যে প্রাণী

লাবিব হোসেন: সমুদ্র মানেই রহস্য। গভীর সমুদ্রে কালো অন্ধকারে কোন কোন প্রাণীদের বাস তার কুলকিনারা আজও করতে পারেননি বিজ্ঞানীরা। গভীর সমুদ্রে এমনও অনেক প্রাণী আছে যাদের নামও কখনো শুনেননি। এরা দেখতে যেমন অদ্ভুত তেমনি এদের বৈশিষ্টও ভিন্ন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এত কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে তারা। সূত্র : একাত্তর টিভি

[২] একদল গবেষক গভীর সমুদ্রে গিয়ে এক আশ্চর্য প্রাণী খুঁজে বের করেছেন। যা অজানা ছিলো। এদের নাম হার্প স্পঞ্জ। দেখে মনে হবে কোন সামুিদ্রক উদ্ভিদ বা প্রবাল হবে হয়তো। কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জেনেছে এরা আসলে সামুদ্রিক প্রাণী।

[৩] হার্প পঞ্জ নামের এই প্রাণী সমুদ্রের সাড়ে ১০ হাজার ফুট থেকে সাড়ে ১১ হাজার ফুট গভীরে বাস করে। এ প্রাণীরা তাদের থেকে অনেক বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকারে পরিনত করে খেয়ে ফেলতে পারে।

[৪] গাছের ডালের মতো এ প্রাণীরা তাদের শিকারকে আকরে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত হার্প স্পঞ্জ ওই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমিষ শুষে নেয়া শুরু করে।

[৫] প্যাসিফিক ভাইপার ফিশ এদের মুখ অনেক বড় দাঁতগুলো সুঁই এর মতো এরা শিকারী মাছ। সমুদ্রের পাঁচ হাজার ফুট গভীরে এদের বাস। শিকারের সময় এরা হা করে থাকে ছোট ছোট মাছ এদের মুখে ঢুকতে থাকে। দাঁতগুলোকে তারা খাঁচার মতো ব্যবহার করে।

[৬] গ্রীনল্যান্ড হাঙর সমুদ্রের ৭ হাজার ফুট গভীরে বসবাস করে। আমরা স্বাভাবিক অবস্থায় যে গতিতে হাঁটি এরা তার চেয়েও দ্বীগুন ধীর গতীতে এরা চলাচল করে। এদের গতিবেগ ঘণ্টায় ১.২ কি.মি। এরা এতো ধীরে হাঁটে কারণ এরা শক্তি সঞ্চয় করে। এরা ৪০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

[৭] দৈতাকৃতির আইসোপড, এরা সাগরের একে বারে তলদেশে বসবাস করে। এরা ১ ফুট লম্বা হয়ে থাকে। এদের দেহ এমন ভাবে তৈরি যে এরা ৫ বছর খাবার না খেয়েও থাকতে পারে। সম্পাদনা : রশিদ   

এলএইচ/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়