শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৩৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে ২০৬ কাছিমের বাচ্চা অবমুক্ত

কাছিমের বাচ্চা অবমুক্তকরন

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): টেকনাফে উত্তর শীলখালী সমুদ্র সৈকতে ২০৬ কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার উপজেলার শামলাপুর ইউনিয়নের উত্তর শীলখালী কাছিমের হ্যাচারী থেকে এসব বাচ্চা অবমুক্ত করা হয়।

এ বিষয়ে উপ-প্রকল্প পরিচালক অসীম বড়ুয়া বলেন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনসাধারনের সচেতনতা বৃদ্ধির জন্য কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প স্থানীয় ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি টেকনাফ উপজেলার বাহারছড়া এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে সামুদ্রিক সৈকতে প্রকল্পের উদ্দ্যোগে কাছিমের ৩টি হ্যাচারী স্থাপন করা হয়।

তিনি আরো বলেন, এ বছর এ পর্যন্ত ৯৭টি কাছিমের বাসা থেকে ১০৪৭৫ ডিম সংগ্রহ করে উক্ত হ্যাচারী ৩টিতে সংরক্ষন করা হয়। নির্দিষ্ট প্রজনন সময় পর হ্যাচারীগুলো থেকে এ পর্যন্ত ২০৬টি কাছিমের বাচ্চা পাওয়া যায়। যা সমুদ্রে অবমুক্ত করা হয় এবং বাকীগুলো হ্যাচারীতে প্রজনের অপেক্ষায় রয়েছে। প্রজনন পরবর্তী বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন,সিনিয়র প্রাণী সম্পদ কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস,উপ-প্রকল্প পরিচালক অসীম বড়ুয়া প্রমুখ।

ইউএসআইডি অর্থায়নে (কোডেক) কর্তৃক বাস্তবাযয়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের আওতায় এই কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়