শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৮:৩২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত ঘোষণার ২৪ ঘন্টা পর জীবিত, ৩ দিনেই মৃত্যু

সুধাংশু রঞ্জণ সাহা

এম কে আই জাবেদ, মুরাদনগর (কুমিল্লা): ঢাকার একটি শীর্ষস্থানীয় হসপিটাল থেকে মৃত ঘোষণা করার ২৪ ঘন্টা পর জীবিত হয়ে ৭২ ঘন্টার মধ্যেই মারা গেছেন তিনি। 
 
জানা যায়, গত ২১ মার্চ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তিকে ‘ক্লিনিক্যাল ডেথ’ ঘোষণা করেন চিকিৎসক। এলাকায় মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা করা হয় এবং শেষকৃত্য অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ২২মার্চ সকালে ঢাকা হসপিটাল থেকে এলাকায় ‘মরদেহ’ এম্বুলেন্স করে নেওয়ার সময় ‘মৃত’ ব্যক্তির শরীর নড়ে ওঠে এবং শ্বাস-প্রশ্বাস আছে বলে লক্ষ করা যায়। দ্রুত আগের হসপিটালে নিয়ে যাওয়া হয়।

বুধবার দুপুরে ঢাকার সেই প্রসিদ্ধ হসপিটালের ইমার্জেন্সি বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনি মৃত নন, এখনো হার্টবিট সচল রয়েছে এবং দ্রুত পুনরায় ভেন্টিলেটর সাপোর্টে রেখে চিকিৎসা চালানো হয়েছিল। অবশেষে ২৪ মার্চ রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে ২য় বার মৃত ঘোষণা করা হয়। 

আলোচিত এই ব্যক্তি হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল গ্রামের এডভোকেট সুধাংশু রঞ্জণ সাহা (৭৬)। তিনি একজন আয়কর আইনজীবি ও ব্যবসায়ী এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। নিজ এলাকায় ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়। যা বর্তমানে এস এস সি পর্যন্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠানের  স্বীকৃতি লাভ করেছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়