শিরোনাম
◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও) ◈ প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে: রাকসুর ভিপি ◈ ওসমান হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি: আখতার হোসেন ◈ শাহরুখ খান ও জুহি চাওলার মোহভঙ্গ! আইপিএলের আগেই বদল হচ্ছে কলকাতা নাইটরাইডা‌র্সের মালিকানায়? ◈ ‌গৌতম গম্ভীর ভারতের কোচ হতে পারে না, কলকাতায় এসে বল‌লেন কপিল দেব  ◈ জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরের তলদেশে ১৬ শতকের প্রাচীন বাণিজ্য জাহাজের সন্ধান, মিলল শত শত নিদর্শন

ভূমধ্যসাগরের তলদেশে দেড় মাইলেরও বেশি গভীরে একটি প্রাচীন বাণিজ্য জাহাজের সন্ধান পেয়েছে ফরাসি নৌবাহিনী। জাহাজটিতে শত শত সিরামিকের (পোড়ামাটির) পাত্র ও থালা পাওয়া গেছে। গবেষকরা বলছেন, এই আবিষ্কার ইউরোপের শতাব্দীপ্রাচীন সমুদ্র বাণিজ্যের ইতিহাস বুঝতে বড় ভূমিকা রাখবে।

জাহাজটির নাম দেওয়া হয়েছে ক্যামারা ৪। এটি ফ্রান্সের দক্ষিণ-পূর্ব উপকূলের রামাতুয়েল এলাকার কাছে, সাঁ-ত্রোপের উপকূলে পাওয়া যায়। চলতি বছরের মার্চ মাসে সমুদ্রতল পর্যবেক্ষণের সময় ফরাসি নৌবাহিনীর ক্যামেরায় প্রথম জাহাজটির অবয়ব ধরা পড়ে। পরে পরীক্ষা করে নিশ্চিত করা হয়, এটি ফরাসি উপকূলে পাওয়া সবচেয়ে গভীর জাহাজডুবির ঘটনা।

জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৯৮ ফুট এবং প্রস্থ ২৩ ফুট। এটি সমুদ্রপৃষ্ঠের প্রায় ১ দশমিক ৬ মাইল নিচে অবস্থান করছে। এর আগে ১৯৬৮ সালে ডুবে যাওয়া ‘লা মিনার্ভ’ নামের একটি সাবমেরিন ছিল ফ্রান্সের সবচেয়ে গভীর জাহাজডুবি।

জাহাজের ভেতর থেকে ছয়টি কামান, বড় দুটি পাত্র এবং একাধিক নোঙরের চিহ্ন পাওয়া গেছে। তবে জাহাজের পেছনের অংশ (স্টার্ন) প্রায় ফাঁকা ছিল। এতে গবেষকদের ধারণা, মালামাল অস্বাভাবিকভাবে রাখা হয়েছিল। এর কারণেই জাহাজটি উল্টে গিয়ে ডুবে থাকতে পারে।

প্রায় ২০০টি সিরামিকের কলসি ও থালা খুব ভালো অবস্থায় পাওয়া গেছে। অনেক পাত্রে এখনো নকশা স্পষ্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব পাত্র সম্ভবত ইতালির উত্তর-পশ্চিমাঞ্চল লিগুরিয়া অঞ্চল থেকে তৈরি হয়েছিল।

গবেষকরা ধারণা করছেন, জাহাজটি ১৬ শতকের। এটি সেই সময়ের বাণিজ্য, জাহাজ নির্মাণ পদ্ধতি ও সমুদ্রপথে পণ্য পরিবহন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। এখনো পুরো জাহাজটি পরীক্ষা করা হয়নি। তাই সামনে আরও মূল্যবান নিদর্শন পাওয়ার আশাও করছেন প্রত্নতত্ত্ববিদরা।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়