পৃথিবীতে সবচেয়ে আগে ভূমিকম্প টের পায় ব্যাঙ, বিশেষ করে কুনো ব্যাঙ। গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের প্রায় পাঁচ থেকে সাত দিন আগে কুনো ব্যাঙরা তাদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে দিয়ে নিরাপদ স্থানে চলে যায়। এছাড়া সাপ, মাছ, হাতি, গাধা ও বিভিন্ন পাখিও ভূমিকম্পের আগাম সংকেত বুঝতে সক্ষম, তবে ব্যাঙদের আচরণ সবচেয়ে স্পষ্টভাবে এই সংকেত দেয়। প্রাণীরা ভূমিকম্পের আগে বিশেষ সেন্সর বা সংবেদনশীলতায় কম্পন বা পরিবেশগত পরিবর্তন টের পায়, যা তাদের নিরাপদ আশ্রয় নিতে সাহায্য করে।
ভূমিকম্পের সময় অনেক প্রাণী অস্থির হয়ে ওঠে। তারা গর্ত, জলা বা গাছে আশ্রয় নেয়। গবেষকরা মনে করেন, প্রাণীরা ভূমিকম্পের আগে ‘পি-ওয়েভ’ নামক ক্ষুদ্র কম্পন আবিষ্কার করে, যা মানুষ সাধারণত টের পান না, কিন্তু প্রাণীরা অনুভব করতে পারে।
সারাংশে, প্রথমে পৃথিবীতে ব্যাঙেরা ভূমিকম্পের আগাম সংকেত পায়। পাশাপাশি সাপ, মাছ, পাখি, ঘোড়া, হাতি ইত্যাদি প্রাণীরাও সামান্য আগেই টের পেয়ে নিজেদের রক্ষা করে।
সূত্র: ইনকিলাব