শিরোনাম
◈ ‘সমন্বয়কদের শ্বশুর বাড়ির লোকদেরও দেখে নেবেন শেখ হাসিনা!’ (ভিডিও) ◈ রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোনালাপ ফাঁস (ভিডিও) ◈ গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর ◈ ধানমন্ডি ৩২ ভাংচুর: ‘নির্মম পরিণতি’ বলে সোহেল তাজের কড়া সমালোচনা ◈ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের গুডবাই,  বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি ◈ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয়: এইচআরডব্লিউ ◈ আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেনো সরকার কে জানায়নি: গয়েশ্বর ◈ ‘আমরাই আমাদের পর্যটনশিল্প গড়ে তুলব’, ট্রাম্পকে গাজাবাসীর কড়া বার্তা ◈ বিপিএলের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেলেন মেহেদী হাসান মিরাজ ◈ ‘অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করল টিআইবি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৮ কোটি টাকা টেবিলে রেখে কর্মীদের বোনাস লুটে নিতে বললো কোম্পানি!(ভিডিও)

পৃথিবীতে এমন অনেক কোম্পানি রয়েছে, যেগুলো তাদের কর্মীদের পুরস্কৃত করার জন্য অতিরিক্ত কিছু করে থাকে। বিশেষকরে, কর্মীদের বাৎসরিক বোনাস দেবার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই দিয়ে থাকে দেশের বাইরে ভ্রমণ কিংবা ৫ তারকা হোটেলে ছুটি কাটানোর সুযোগ। কিন্তু আজকের গল্প পুরো ‘হোল-নিউ-লেভেলে’।

চীনের ক্রেন কোম্পানি। সম্প্রতি, কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি পার্টির আয়োজন করে। কোন কর্মচারী কত টাকা পাবে তা নির্ধারণের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। একটি লম্বা টেবিলে এলোমেলো করা রাখা হয় প্রায় ৯৮ কোটি টাকা। সময় মাত্র ১৫ মিনিট। এই সময়ের মধ্যে কর্মীরা যত খুশি তত টাকা নিতে বলা হয়।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট ডুয়িন এবং ওয়েইবোতে শেয়ার করা হেনান মাইনিং ক্রেন কোং লিমিটেডের এই পার্টির ভিডিও। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। ভিডিওতে দেখা যায় কর্মীরা তাদের বোনাস ঘরে তোলার জন্য নগদ টাকা গুনছে। তাও যত খুশি তত!

একজন ব্যক্তি ১৫ মিনিটের মধ্যে ১০০,০০০ ইউয়ান (১৮.৭ হাজার সিঙ্গাপুর ডলার) মূল্যের নগদ টাকা গুনতে সক্ষম হন। অন্যান্য কর্মচারীরা নগদ টাকা জড়ো করে যত দ্রুত সম্ভব টাকা গুনতে থাকেন।

ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য করে মানুষ তাদের বিস্ময় প্রকাশ করেছে অথবা রসিকতা ভাগ করে নিয়েছে। একজন লিখেছেন, ‘আমার কোম্পানির মতোই। কিন্তু টাকার পরিবর্তে, তারা প্রচুর কাজের চাপ দেয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস, এমএসএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়