শিরোনাম
◈ জুলাই-অগাস্টে নির্বাচন চাইলেও বিএনপি কতটা প্রস্তুত ◈ মুগ্ধের মৃত্যু পুলিশের নাকি অন্য কারো গুলিতে, জানালেন স্নিগ্ধ ◈ রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, সে আহ্বান জানিয়েছি : সর্বদলীয় বৈঠক শেষে সালাউদ্দিন ◈ সর্বদলীয় বৈঠকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ পাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর সময়ের ভিডিও প্রকাশ্যে ◈ যারা ফ্যাসিস্ট দলটিকে পুনর্বাসনের জন্য তৎপরতা দেখাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন : হাসনাত ◈ সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭ ◈ সর্বদলীয় বৈঠকে থাকছে বিএনপি, অংশ নিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ◈ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রজাতির বড় মাথার প্রাণীর সন্ধান

ডেস্ক রিপোর্ট : বিজ্ঞানের একটি বিপ্লবী আবিষ্কার যা প্রাচীন মানববিদ্যার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে, তা হলো একটি নতুন প্রাণীর সন্ধান, যাকে হোমো জুলুয়েন্সিস বলা হয়েছে। যাদের মাথার আকৃতি স্বাভাবিকের চেয়ে অনেক বড়। এই রহস্যময় গোষ্ঠী একসময় হোমো সেপিয়েন্সের সঙ্গে পূর্ব এশিয়ায় বসবাস করত। বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, খনিজ স্তর থেকে বের করা জীবাশ্মের বিশ্লেষণে দেখা গেছে, এই গোষ্ঠীর সদস্যদের মাথার আকার স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ বড় ছিল।

হোমো জুলুয়েন্সিস প্রায় তিন লাখ বছর আগে পূর্ব এশিয়ায় বাস করত। তারা বন্য ঘোড়া শিকার করত ছোট গ্রুপে এবং পাথরের সরঞ্জাম তৈরি ও সম্ভবত প্রাণী চামড়া প্রক্রিয়া করে বেঁচে থাকার জন্য ব্যবহার করত। এই প্রজাতি প্রায় ৫০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায়। চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেসের প্যালিওঅ্যানথ্রোপোলজিস্ট শিউজি উ এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী ক্রিস্টোফার বায় তাদের গবেষণাপত্রে লিখেছেন, এই জীবাশ্মগুলো একটি নতুন ধরনের বড় মস্তিষ্কবিশিষ্ট হোমিনিনের প্রতিনিধিত্ব করছে।

হোমো জুলুয়েন্সিসের শারীরিক বৈশিষ্ট্য এবং অঙ্গপ্রত্যঙ্গের এক বিশেষ সংমিশ্রণ এই গোষ্ঠীকে অন্য কোনো পরিচিত প্রাচীন মানব প্রজাতি থেকে আলাদা করেছে, যার মধ্যে ডেনিসোভানদের চেয়ে অনেক বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। তবে কিছু বৈশিষ্ট্য নিয়ানডারথালদের মতো হলেও, অন্যান্য বৈশিষ্ট্য এমনকি তাদের থেকে আলাদা, যা হোমো জুলুয়েন্সিসকে এক অনন্য প্রজাতি হিসেবে চিহ্নিত করে।

আরও জানিয়েছেন, এটি স্পষ্ট যে পূর্ব এশিয়ার হোমিনিন জীবাশ্মগুলোর মধ্যে পূর্বে ধারণা করা তুলনায় অনেক বেশি শারীরিক বৈচিত্র্য রয়েছে। বড় মাথার প্রাণীর আবির্ভাব মানব বিবর্তন, বৈচিত্র্য এবং অভিবাসন সম্পর্কিত মৌলিক প্রশ্ন উত্থাপন করছে। কিছু বিজ্ঞানী ধারণা করছেন, এই গোষ্ঠী হয়তো আধুনিক মানুষের জেনেটিক ভূমিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়