শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০১:৫৮ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২২, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে ক্রিকেট, বিকেলে মন্ত্রিত্ব সামলাচ্ছেন মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারি

স্পোর্টস ডেস্ক : পশ্চিমবঙ্গের মন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি সকাল বেলা রঞ্জি ট্রফিতে খেলছেন। সেদিনই বিকেল বেলায় দফতরের কাগজপত্রে স্বাক্ষর করছেন।

এমন না যে সময় কাটানোর জন্য ক্রিকেট খেলছেন তিনি। ব্যাট হাতে সেঞ্চুরি করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদানও রাখছেন তিনি। ঝারখণ্ডের বিপক্ষে বাংলার ম্যাচের কথাই ধরুন। এই ম্যাচে প্রথম ইনিংসে ৭৩ রানের পর মনোজ দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১৫২ বলে ১৩৬ রানের দারুণ এক ইনিংস।

মন্ত্রিত্ব আর ক্রিকেট এক সঙ্গে কিভাবে সামলাচ্ছেন এমন প্রশ্নের জবাবে মনোজ জানিয়েছেন, তিনি যখন ক্রিকেট খেলেন তখন তার মন্ত্রণালয়ের সব কাগজপত্র চলে আসে তার হোটেলে। খেলা শেষে সেসব কাগজপত্র স্বাক্ষর করে কুরিয়ারে পাঠিয়ে দেয়া হয় মন্ত্রণালয়ে। এভাবেই চলছে মনোজের দিনকাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, পুরোটাই ইচ্ছে শক্তি এবং সময় ব্যবস্থাপনার ব্যাপার। আমি আমার নির্বাচনী এলাকায় যে দলটি গঠন করেছি এবং আমার কর্মীরা জানে কিভাবে কাজ করতে হয়। আমি যখন ক্রিকেট খেলি তখন সব কাগজপত্র আমার হোটেলে চলে আসে। সকালে আমি ক্রিকেট খেলি, তারপর সন্ধ্যায় আমি কাগজপত্রে স্বাক্ষর করি। এরপর সেগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেই।

রঞ্জি ট্রফির এবারের আসরে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন মনোজ। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৩৩ রান। ২ টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটিং গড়টা ৪৩ এর বেশি। যদিও তার দল বাংলা মধ্যপ্রদেশের বিপক্ষে ১৭৪ রানে হেরে রঞ্জির সেমিফাইনাল থেকে বাদ পড়েছে। এ কারণে কিছুটা হতাশ তিনি। - হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়