শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চড়কাণ্ডের ব্যাখ্যা চাওয়ায় ক্ষেপে গেলেন কোচ হাথুরুসিংহে

সাঈদুর রহমান: সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। তবে দেশের ক্রিকেটে আলোচনার মূল কেন্দ্র বিশ্বকাপের চড়কাণ্ড। বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে হেড কোচ হাথুরুসিংহের উপর। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ঢাকা টেস্টের আগে হাথুরুর কাছে চড়কাণ্ডের ব্যাখ্যা চাওয়ায় সাংবাকিদের উপর ক্ষিপ্ত হন এই লঙ্কান হেড মাস্টার।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সসংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলের পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলার ফাঁকেই নাসুম প্রসঙ্গ উঠতেই ক্ষেপে যান তিনি। এ সময় ‘রাবিশ’ ও ‘বুলশিট’-এর মতো শব্দ বলতে শোনা যায় তাকে। 

হাথুরু বলেন, যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে এরকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।

এছাড়াও বাংলাদেশের মিডিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাথুরু। বললেন, আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের। এরপর একজন সরাসরি প্রশ্ন করেন নাসুমকে চড় মারা নিয়ে, জবাবে হাথুরুর জবাব, তুমি কী পাগল হয়েছো? 

সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, কী ঘটেছে আমি জানিই না! যারা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদের জিজ্ঞাসা করুন। বুলশিট।

ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালান ইউনুস এ বিষয়ে বলেন, যেহেতু (বিশ্বকাপ ব্যর্থতার) একটি কমিটি তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ও রকম কিছু (নাসুমকে চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। বিশ্বকাপের সময় কলকাতায় থাকার সময় এটা শুনেছিলাম। ওটা চড় ছিল নাকি ধাক্কা বা অন্য কিছু, তা আমরা স্পষ্ট জানতাম না। তা ছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন। কিছু ঘটে থাকলে তাদের জানার কথা। নিউজিল্যান্ড ম্যাচের পর আরো দুই ম্যাচ হয়ে যাওয়ার পরও কেউ (দলের) কিন্তু কোনো অভিযোগ করেনি। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়