শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তর অধিনায়কত্বে মুগ্ধ কোচ হাথুরুসিংহে

সাঈদুর রহমান: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজে খেলতে পারেনি একঝাঁক অভিজ্ঞ তারকা ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও এবাদতের মতো পেসাররা। তবে তরুণ নির্ভর দল নিয়ে বাজিমাত করেছে টাইগাররা। সিলেট টেস্টে শক্তিশালী নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে তারা। আর এই তুরুণদের নেতৃত্ব দিয়েছেন নাজমুল হাসান শান্ত। তাই ঢাকা টেস্টের আগে শান্তকে প্রশংসা ভাসালেন কোচ হাথুরুসিংহে। 

মঙ্গলবার মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, অধিনায়কত্ব ও নেতৃত্ব দুটো ভিন্ন জিনিস। শান্তর অধিনায়কত্ব ছিলো চমৎকার। টেকটিক্যালি সে একদম ঠিক জায়গায় ছিলো। খেলায় সে বেশির ভাগ সময়ই নিজে আগে এগিয়ে এসেছে। মুগ্ধ করার মতো ফিল্ড সেট করেছে। 

তিনি বলেন, শান্তর সামনে আরো লম্বা সময় পড়ে আছে। পারফরম্যান্স দিয়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সম্মানটা সে আদায় করেছে আর একটা স্ট্যান্ডার্ডও চেয়েছে। আমার মনে হয় তার সামনে লম্বা ভবিষ্যৎ আছে। তাকে অধিনায়ক করা বোর্ডের সিদ্ধান্ত। সঠিক সময়ে তারাই সিদ্ধান্ত নেবে।

মাঠে ক্রিকেটারদের স্বাধীনতা নিয়ে হাথুরু বলেন, বার্তাটা একই রকম থাকবে। আমাদের যা কিছু আছে, তা নিয়েই সামনে এগোতে হবে। নিজেদের শক্তির জায়গা বুঝে প্রতিটি সেশনে প্রতিদ্বন্দ্বীতার চেষ্টা করতে হবে। এই দলটা তরুণ অভিজ্ঞতার দিক থেকে কিন্তু স্কিলের দিক থেকে তারা খুব ভালো। তাদের স্বাধীনতা নিয়ে খেলতে দেওয়া হয়েছে যেভাবে তারা এনসিএলে খেলে।

তিনি আরো বলেন, এটা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন। ওই একাদশের সাতজন ঘরোয়া লিগে খেলে এসেছে। আপনি তাদের এনার্জি দেখেছেন পঞ্চম দিনেও ফিল্ডিংয়ের সময়। এখানে আসলে ফলের ব্যাপার নেই। ক্রিকেটে এটা বদলাতেই পারে। যখন প্রতিপক্ষ লম্বা জুটি গড়েছে, তখনও তারা ছিল। এ ধরনের ছোট ছোট বিষয়ে আমি তাকিয়েছি। তরুণ দলটা তাদের সবকিছু দিয়েছে। তাদের প্রতি বার্তা থাকবে একই রকম কিছু করে দেখানোর। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়