শিরোনাম
◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৫০ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার রানাসিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লঙ্কান ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ঘরের মাঠে ফাইনাল খেললেও, বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারেনি শ্রীলঙ্কা। দলের এমন ব্যর্থতা সহজভাবে নিতে পারেননি দেশটি ক্রিকেট বোর্ড। তাই ক্রিকেট বোর্ডকে সরকারের অধীনে আনার জন্য চেষ্টাও করেছিলো লঙ্কান সরকার। ব্যর্থতার কারণে পুরো শ্রীলঙ্কান বোর্ডকে বরখাস্ত করে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এতে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিলো তাদের। এবার  সেই ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করেছে ক্রিকেট বোর্ড।

দেশটির সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, শ্রীলঙ্কার অন্যান্য খেলাধুলার উন্নতির জন্য জাতীয় স্পোর্টস ফান্ডকে একটি তহবিল দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই তহবিল কিভাবে ব্যবহার করেছেন, তারা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। দুর্নীতির সেই অভিযোগ তদন্তে আনুষ্ঠানিক অভিযোগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

এই বিষয়ে ক্রিকেট বোর্ড তাদের টুইটারে জানায়, এসএলসি যে তহবিল বরাদ্দ দিয়েছিলো, জনাব রোশান রানাসিংহে তা কীভাবে ব্যবহার করেছেন, সেসব যথাযথভাবে না জানানোয় এই অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। খরচ নিয়ে সংবাদমাধ্যমে রানাসিংহের দেওয়া তথ্য এবং তথ্য অধিকার আইনে (আরটিআই) এসএলসির আবেদনের ভিত্তিতে যা জানা গেছে, এই দুইয়ের মধ্যে তারতম্যের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হলো। সূত্র: টুইটার

আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর মন্ত্রীত্ব হারান রোশান। ক্রিকেট বোর্ডে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাকে হত্যার ষড়যন্ত্র করছেন এমন অভিযোগও তুলেছিলেন রানাসিংহে। পরবর্তীতে আর পদ টেকেনি তার। এবার সেসবের সঙ্গে যুক্ত হলো নতুন এই অভিযোগ। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়