শিরোনাম
◈ (৬ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস ◈ যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ◈ এস আলমমুক্ত ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার ◈ ‌‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে’ (ভিডিও) ◈ খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’  ◈ মুক্তির পর বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত দ্বিতীয় স্ত্রী, যা বললেন  ◈ সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ  ◈ আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা ◈ দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:২০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতলো বাংলাদেশ

সাঈদুর রহমান: [২] দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিলেটে কিউইদের ১৫০ রানে হারিয়েছে, যা তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়। প্রথম জয়টি এসেছিলো ২২ মাস আগে নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুয়ে এবং দ্বিতীয়টা সিলেটে।

[৩] চতুর্থ দিনে ১১৩ রানে সাত উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। পঞ্চম দিনে কিউইদের জয়ের জন্য দরকার ছিলো ২১৮ রান। তবে মাত্র ৬৮ রান তুলতে পারে কিউইরা। তাইজুলের স্পিন জাদুতে ১৮১ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১৫০ রানের বড় জয় পায় বাংলাদেশ। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

[৪] এর আগে সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩১০ রান করে টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩১৭ রানে অলআউট হয় কিউইরা। ৭ লিড শোধ দিয়ে সফরকারীদের সমানে জয়ের জন্য ৩৩১ রানে লক্ষ্য দেয় স্বাগতিকরা।

[৫] যে লক্ষ্যে পৌঁছানো চতুর্থ ইনিংসে জন্য খুবই কষ্টকর। জবাব দিতে নেমে চতুর্থ দিনে ১১৩ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে উইলিয়ামসনরা। তবে আশা বাঁচিয়ে রেখেছিলেন ড্যারিল মিচেল। শনিবার ৭* রান করা ইস সোধিকে সঙ্গে নিয়ে অপরাজিত ৪৪ রানে শেষ দিনে ব্যাটিংয়ে নামেন মিচেল।

[৬] তবে দলের হার এড়াতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ৫৮ রানে আউট হন তিনি। এরপর সোধি ২২ এবং অধিনায়ক টিম সাউদি ৩৪ রানে আউট হলে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে ১৫০ রানের বড় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

[৭] বাংলাদেশের হয়ে এই ম্যাচে দশ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। মুমিনুল হক ও নাঈম হাসান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসআর/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়