শিরোনাম
◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইজুল-মিরাজদের প্রশংসা করলেন উইলিয়ামসন

সাঈদুর রহমান: সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে টাইগারদের থেকে ৪৪ রানে পিছিয়ে রয়েছে কিউইরা। এতে বিশেষ অবদান রেখেছে স্পিনাররা। নিউজিল্যান্ডের আট উইকেটের মধ্যে সাতটিই শিকার করেছেন স্পিনাররা। এতে স্পিনারদের প্রশংসা করেছেন সেঞ্চুরি হাঁকানো কেইন উইলিয়ামসন। বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল-মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।  

এদিন পুরে দিনের বেশির ভাগ সময়ই পিচে ছিলেন কেইন উইলিয়ামসন। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন। কিন্তু শেষ সেশনে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। এতেই ম্যাচের মোড়ও ঘুরে যায়। 

সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, বাংলাদেশের বোলাররা তাদের কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই জানে। তারা একদম ঠিক ছিলো। অনেক সম্ভাবনা তৈরি করছিল। অনেক প্রশ্নের তৈরি করেছে তারা। পৃথিবীর এই প্রান্তে এসে কীভাবে ভালো করতে হয় সেটি শিখিয়েছে আমাদের। 

প্রথম দিনই পিচে কিছু টার্ন ছিলো। ফলে দ্বিতীয় দিনে সেটি আরো বেড়েছে। তাই ব্যাটিং করাটাও হয়ে পড়েছে কঠিন। যদিও এ নিয়ে চিন্তিত নন কেন উইলিয়ামসন। 

তিনি বলেন, এই দিনটা আমাদের জন্য কঠিন ছিল। আমার মনে হয় ব্যাটাররা তাদের মেলে ধরার চেষ্টা করেছে। একসঙ্গে ভালো কিছু জুটি গড়েছে। আমাদের দুটি উইকেট আছে হাতে। আরও কিছু রান করতে পারলে ভালো হয় আর এরপর আমরা সুযোগ পাবো বল করার। পিচে স্পিনারদের জন্য ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উইকেট যেকোনোভাবে হোক তার চরিত্র বদলেছে। আমাদের কাছে এটা প্রত্যাশিত। আমাদের ব্যাট ও বল হাতে মানিয়ে নিতে হবে। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়