সাঈদুর রহমান: সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিয়েছিলো বাংলাদেশ দল। তবে পুরো আসরে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি সাকিববাহিনী। ফলে নয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে টাইগাররা। দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার প্রান্তে ছিলো মিরাজরা। শেষ পর্যন্ত সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
দলের এমন ব্যর্থতা কোনো ভাবেই মানতে পারেনি দেশের সাধারণ মানুষ। ফলে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বিসিবি সভাপতি ও নির্বাচক প্যানেলের সদস্যের পদত্যাগ করার প্রতিবাদ জানায় ক্রিকেট ভক্তরা। এতে নড়েচড়ে বসেছে বিসিবিও।
এবার বিশ্বকাপের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তিন সদস্যে কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজকে। তাকে সহযোগিতা করবেন আরো দুই জন প্রভাবশালী বোর্ড কর্মকর্তা মাহবুবুল আনাম ও আকরাম খান।
বুধবার এক বিবৃতিতে কমিটি গঠনের বিষয়চি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি)। সেখানে বলা হয়, এই তিন সদস্যের কমিটি বিশ্বকাপে দলের দুর্বল পারফারম্যান্সের কারণ খুঁজে বের করবে। এরপর তার রিপোর্ট বিসিবিকে জমা দিবে।
অন্যদিকে, বিশ্বকাপের ব্যর্থতার পিছনে হেড কোচ হাথুরুসিংহের একক কর্তৃত্বকে দায়ী করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ব্যাটিং অর্ডরের একাধিক পরিবর্তন খেলোয়াড়দের মনোবল নষ্ট করেছেন। সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/এনএইচ