শিরোনাম

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৫৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে রুখে দিয়ে ইউরোর মূলপর্বে চ্যাম্পিয়ন ইতালি

স্পোর্টস ডেস্ক: ইউরো ২০২৪ এর মূলপর্বে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না ইউক্রেনের, অন্যদিকে হার এড়ালেই টিকিট নিশ্চিত করবে ইতালি। এমন সমীকরণে মাঠে নেমে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দু’দল। এতে ইউরো বাছাইয়ে ‘সি’ গ্রুপে ইউক্রেনকে রুখে দিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে ইতালি।

‘সি’ গ্রুপ থেকে গ্রুপ টপার হিসেবে আগেই মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দলের জন্য লড়াইয়ে ছিল ইতালি ও ইউক্রেন। শেষ ম্যাচ ড্র করায় দুদলের পয়েন্ট সমান হয়। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় টিকিট নিশ্চিত হয় ইতালির। 

সোমবার জার্মানির বে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেন ও ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়। জয়ের বিকল্প না থাকায় এদিন মরিয়া হয়ে খেলে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। বল দখলে তারা পিছিয়ে থাকলেও ৭টি শটের ৪টিই রেখেছিল গোলমুখে। বিপরীতে ৫৯ শতাংশ বল দখলে রেখে ইতালির নেয়া ১৭টি শটের ২টিই কেবল ছিল গোলমুখে।

ইতালির সমান ১৪ পয়েন্ট নিয়েও ছিটকে যেতে হয়  ইউক্রেনকে। গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ইউরোর মূলপর্বের টিকিট নিশ্চিত করে আজ্জুরিরা। এদিন ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল নর্থ মেসিডোনিয়া। র‌্যাঙ্কিংয়ের ৬৬তম দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চার নম্বরে থাকা ইংল্যান্ড। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়