শিরোনাম
◈ ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি ◈ রওশন এরশাদ দয়ার ৩টি সিট নেবেন না, তাই নির্বাচনে যাওয়া হচ্ছে না: গোলাম মসিহ ◈ জনগণ স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন: পররাষ্ট্রমন্ত্রী  ◈ দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত  ◈ মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মারা গেছেন  ◈ মালয়েশিয়ায় ভবন ধস, নিহত ৩ শ্রমিকের সবাই বাংলাদেশি ◈ পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক শাসনকে বৈধতা দেওয়া বিচারকদের বিচার দাবি ◈ ৩০ দিনে সড়কে পুড়েছে ২১২ যানবাহন ◈ অর্থপাচার মামলায় এনু ও রুপনের ৭ বছর করে কারাদণ্ড, ৫২ কোটি টাকা অর্থদণ্ড 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ব্যর্থতার মিশন শেষ হয়েছে অনেক আগেই। এবার নতুন করে মাঠে ফিরতে প্রস্তুত পাকিস্তান দল। বিশ্বকাপ পরবর্তী টেস্ট সিরিজ দিয়েই আবারও মাঠে ফিরবে দলটি। আগামী ১৪ ডিসেম্বর থেকে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। 

সোমবার ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাইম আইয়ুব ও পেসার খুররম শেহজাদ। এছাড়া দলে ফিরেছেন ফাহিম আশরাফ, মীর হামজা ও মোহাম্মদ ওয়াসিম। তবে দুই দিন আগে টেস্ট খেলতে সম্মত হলেও রোববার  মত বদলেছেন বলে রাখা হয়নি পেসার হারিস রউফকে।

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দল ঘোষণা করেছেন। বিশ্বকাপ শেষে পাকিস্তানের সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। এতে টেস্ট দলের দায়িত্ব পান শান মাসুদ। আসন্ন এই সিরিজ দিয়েই অধিনায়কত্বে অভিষেক হবে তার। সূত্র: চ্যানেল২৪

আসন্ন এ সফরে পার্থের পর (১৪-১৮ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে (২৬-৩০ ডিসেম্বর) ও সিডনিতে (৩-৭ জানুয়ারি) নিউ ইয়ার টেস্ট খেলবে পাকিস্তান। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ১৩টি সিরিজ খেলেও কোনো জয় পায়নি পাকিস্তান, ৩৭টি ম্যাচ খেলে জিতেছে ৪টি।

পাকিস্তানের টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়