স্পোর্টস ডেস্ক: আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াবে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। এই আসরের ফাইনালের দাবিদার যে দল গুলো তাদের মধ্য অন্যতম পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত বিশ্¦কাপে অজিদের দলে থেকে বাদ পড়েছিলেন মার্নাস লাবুশেন। অ্যাশটন অ্যাগারের ইনজুরিতে কপাল খুলেছে এই ব্যাটারের।
পায়ের পেশির চোটের কারণে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার অ্যাগার। এদিকে ইনজুরিতে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ট্রাভিস হেড। বিশ্বকাপের প্রথম দিকে দলে থাকবেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বাম হাতে আঘাত পাওয়ার পর হাতে চিড় ধরা পড়ে তার। সেখান থেকে সেরে উঠতে চার সপ্তাহ লাগতে পারে এই ব্যাটারের। তার বদলে প্রথমভাগে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নামবেন মিচেল মার্শ। সূত্র: ক্রিকইনফো
প্রাথমিক দলে জায়গা না পাওয়ার পর পারফরম্যান্স বাড়ানোয় মনোযোগ দেন লাবুশেন। শেষ ৮ ওয়ানডে ম্যাচে এই ব্যাটারের স্ট্রাইক রেট ৯৭.৭। এর আগে দুই বছরে যেটি ছিল ৭৪.৯। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্টিভেন স্মিথের কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়ে খেলেন ম্যাচ জয়ী ৮০ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচেই উপহার দেন সেঞ্চুরি। দারুণ এই পারফরম্যান্সেই বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তিনি।
একনজরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স কেয়ারি, জশ ইংলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/এইচএ