শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩১ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের মধ্যে দায়িত্ববোধের অভাব: সাকিব

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে ইংল্যান্ড ও আফগানিস্তানের সাথে সিরিজ হারার বিষয়ে সাকিব আল হাসান বললেন, আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারার সম্পূর্ণ দায় একজনের। সেটা ক্যাপ্টেনের (তামিম)। এক ম্যাচ পরে কিন্তু আমরা ঠিকই কামব্যাক করেছি। কিন্তু আমাদের এক ম্যাচ সময় লেগেছে।

বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সিরিজ হারার প্রসঙ্গে এই অলরাউন্ডার আরও বলেন, পুরো সিরিজটার জন্য দায়ী একজন। এটা অন্য কারও ফল্ট না। বিশ্বের কোথাও আমি এমনটা দেখিনি, এক ম্যাচ পরে ক্যাপ্টেন এসে ইমোশনাল হয়ে বলে ফেলে, আমি খেলবো না। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এমন দেখলাম। তার (তামিম) যদি দায়িত্ববোধ থাকতো, তাহলে সে এই কাজ করতো না।

তামিম হুট করে খেলা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে টিমকে অনেক বাজে অবস্থায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন সাকিব। বললেন, আমার মনে হয় এখনও এইটা রিকভারি করতে সময় লাগছে।

বিশ্বকাপে খেলতে ভারতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ জনের দলে নেই তামিম ইকবাল। বিশ্বকাপ দল ঘোষণার আগে ও পরে দেশের ক্রিকেট নিয়ে নানা বিষয় আলোচনায়। এর মধ্যেই গত বুধবার বিকেলে তামিম ইকবাল ফেসবুকে এক ভিডিও বার্তা দেন। তাতে এ প্রসঙ্গে মুখ খুলেন। অন্যদিকে, দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাকিবের দেয়া সাক্ষাৎকারেও ওঠে এসেছে এসব প্রসঙ্গ।

এলআরবি/এইচএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়