শিরোনাম
◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তর দুর্ভাগ্যজনক বিদায়, বড় চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: [২] ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৮৬ রানে হারিয়েছে কিউইরা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এদিন মিরপুরে  টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

[৩] টস জিতে ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তরুণ তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত জাকির হাসান। তবে বিশ্বকাপ আগে নিজেদের প্রমাণ করার ম্যাচে খালি হাতে ফিরিছেন দুই টাইগার ওপেনার। জাকির ১ ও তামিম ৫ রানে আউট হন। এদিন ব্যাটে আলো ছাড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ১৭  বলে ১৮ রান করে ফেরেন এই ডান হাতি ব্যাটার।

[৪] এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ২৫ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। মাহমুদুল্লাহ ব্যাটে এসেই ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করছেন। যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান। ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে শতক পূরণ করে বাংলাদেশ।

[৫] টাইগারদের টপ অর্ডার যখন আসার যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শান্ত। ৫৪ বলে নিজের ফিফটি পূরণ করেন টাইগার অধিনায়ক। তবে মাহমুদুল্লাহকে হারিয়ে বাংলাদেশ বড় চাপে পড়ে যায় বাংলাদেশ। ২১ রান করে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

[৬] এক প্রান্তে আসা যাওয়ার মিছিলে থাকলেও অপরপ্রান্তে একাই খেলছিলেন নব অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাক্তিগত ৭৬ রানে তিনিও ষষ্টতম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন এলবিডব্লিউ হয়ে। এরপর হাসান মাহমুদ ফেরেন ১ রান করে।  

[৬] এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৯ রান। ৬ রান করে একপ্রান্তে আছেন নাসুম আহমেদ।

এসআর/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়