স্পোর্টস ডেস্ক: [২] চীনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো এশিয়ান গেমসের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠান শুরু হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গেমসের উদ্বোধন করেন।
[৩] অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নেতৃত্ব দেন সেফ দ্য মিশন এ কে সরকার।
[৪] মার্চপাস্টে বর্ণানুক্রমিকভাবে প্রথম দল হিসেবে মাঠে প্রবেশ করে আফগানিস্তান। এরপর প্রবেশ করে বাহরাইন। আর তৃতীয় দল হিসেবে মাঠে প্রবেশ করে বাংলাদেশ। সাবিনা ও নিয়াজ বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করেন। তাদের পেছন পেছন বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিতে ইতোমধ্যে চীনে পৌঁছানো বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রবেশ করেন। তাদের সবার হাতেই ছিল বাংলাদেশের ছোট ছোট পতাকা। তারা সেগুলো নেড়ে নেড়ে মাঠ প্রদক্ষিণ করেন।
[৫] এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ আর্চারি (পুরুষ ও নারী), অ্যাথলেটিকস, বক্সিং, ক্রিকেট (পুরুষ ও নারী), ফুটবল (পুরুষ ও নারী), ব্রিজ (পুরুষ), গলফ (পুরুষ ও নারী), হকি (পুরুষ), কাবাডি (পুরুষ ও নারী), শ্যুটিং (পুরুষ ও নারী), সুইমিং (পুরুষ ও নারী), ভারোত্তোলন (পুরুষ ও নারী), জিমন্যাস্টিকস (পুরুষ), কারাতে (পুরুষ ও নারী), দাবা, ফেন্সিং ও তায়কোয়ানডো ডিসিপ্লিনে অংশ নিবে।
[৬] সবার আগে গত ১৬ সেপ্টেম্বর চীনে যায় বাংলাদেশ পুরুষ ফুটবল দল। এরপর ১৭ সেপ্টেম্বর বক্সিং দল। ১৮ সেপ্টেম্বর দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চীন পৌঁছায় যথাক্রমে নারী ফুটবল দল, হকি ও শ্যুটিং দল। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এনএইচ