শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে ভেসে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দুই দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে ৪ বলে হাতে থাকতেই ২৫৪ রানে অলআউট হয় কিউইরা। এতে ২৫৫ রানের লক্ষ্য পায় টাইগাররা। 

টস জিতে ব্যাটিংয়ে নামা কিউই ওপেনার উইল ইয়ংকে শূন্য রানে সাজঘরে ফেরান মোস্তাফিজ। এরপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ফিন অ্যালেন ও চ্যাড বোয়েস। তবে মোস্তাফিজের তৃতীয় ওভারে স্লিপে ক্যাচ আউট হন অ্যালেন। পরের ওভারে ১১ রান করে খালেদের বলে পুল করতে গিয়ে ধরা পড়েন বোয়েস। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে দিশেহারা কিউইদের টপ অর্ডার।

কিন্তু অপর প্রান্তে থিতু হন নিকোলস। তাকে যোগ্য সঙ্গ দেন টম ব্লান্ডেল। তাদের ৬৫ রানের জুটিতে ভর করে নিউজিল্যান্ডের শতক পূরণ হয়। নিয়ন্ত্রিত ব্যাটিং করে চাপ সামাল দিয়ে কিউইদের এগিয়ে নিচ্ছিলেন এই দুই ব্যাটার। তবে অভিষিক্ত খালেদের দ্বিতীয় শিকারে পরিনত হন ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হওয়া হেনরি নিকোলস।

এরপর ১০ রানে রাচিন রাবীন্দ্রাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শেখ মাহেদী। দলীয় ১৬৬ রানে ৬৫ বলে ৬৮ রান করা ব্লান্ডেলকে বোল্ড করে টাইগারদের খেলায় ফেরান হাসান মাহমুদ। তবে সোদিকে সঙ্গে নিয়ে পিচে টিকে থাকার চেষ্টা করেন কাইল জেমিসন। ২৮ বলে ২০ রান করে জেমিসন আউট হলে ১৭ রান করে হাসানের মানকার্ডে সৌদি শিকার হলেও লিটন ও হাসানের মানবিকতায় আবারো মাঠে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৯ বলে ৩৫ রান করে সোধি আউট হলে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন খালেদ আহমেদ ও শেখ মাহেদী। এছাড়াও মোস্তাফিজ ২টি, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ ১টি করে উইকেট নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়